যানজট নিরসনে ঢাকার জন্য ‘চলন্ত রাস্তা’যানজট নিরসনে ঢাকার জন্য ‘চলন্ত রাস্তা’
যানজট নিরসনে ঢাকার জন্য ‘চলন্ত রাস্তা’
বর্তমানে ঢাকা শহরের প্রধানতম সমস্যা যানজট। এতে প্রতিদিন শুধু বার লাখ কর্মঘণ্টাই নষ্ট হচ্ছে না, বছরে অপচয় হচ্ছে ত্রিশ হাজার কোটি টাকা। সড়ক-মহাসড়কে ‘চলন্ত রাস্তা’ শীর্ষক নতুন এক পরিবহন পদ্ধতির মধ্য দিয়ে এই সংকট দূর করা সম্ভব বলে জানিয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আবু সাইয়ীদ।
গতকাল  বিশ্বসাহিত্য কেন্দ্রে কল্পিত সেই ‘চলন্ত রাস্তা’র পদ্ধতিগত ধারণার কথা জানান তিনি।
আবু সাইয়ীদ বলেন, ‘চলন্ত রাস্তা’ পদ্ধতি বাস্তবায়ন খরচ মেট্রো রেল বা এলিভেটরের চাইতে অনেক কম। রক্ষণাবেক্ষণ ও জ্বালানি খরচও অনেক কম। এ ছাড়া পরিবেশ দূষণ কমাবে। এ পদ্ধতি বাস্তবায়ন পরবর্তীতে মোটরযানের ব্যবহার অনেক কমে আসবে। যাত্রী পরিবহন খাতের সমস্ত ব্যয় পঞ্চাশ ভাগের নিচে নেমে আসবে।
চলন্ত রাস্তা নির্মাণে দুটি পদ্ধতি ‘ধীরগতি সম্পন্ন চলন্ত রাস্তা’ ও  ‘দ্রুত গতিসম্পন্ন চলন্ত রাস্তা’র পদ্ধতিগত ধারণার বিস্তারিত তুলে ধরেন।
সুত্র : ইত্তেফাক