পানীয়ের গ্লাসে প্লাস্টিকের স্ট্র পরিবেশের জন্যে ক্ষতিকর
পানীয়ের গ্লাসে প্লাস্টিকের স্ট্র পরিবেশের জন্যে ক্ষতিকর

পানীয়ের গ্লাসে প্লাস্টিকের স্ট্র পরিবেশের ক্ষতিকর। আর এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তর এ বিষয়টির প্রতি সতর্ক হয়ে উঠেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে নতুন এক আইন পাস করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ আইনের আওতায় কোনা বিক্রেতা পানীয়ের গ্লাসের সঙ্গে প্লাস্টিকের স্ট্র দিতে পারবে না। যদি তারা স্ট্র দেয় তাহলে সেজন্য এক হাজার ডলার জরিমানা অথবা ছয় মাসের জেল হবে।

কিন্তু ঠিক কী কারণে প্লাস্টিকের স্ট্রর ওপর এই কঠোর মনোভাব? এ প্রসঙ্গে মার্কিন আইনপ্রণেতারা বলছেন, স্ট্র ব্যবহার করা হলে তা ঠিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন প্রমাণ নেই। তবে তা পরিবেশের জন্য ক্ষতিকর।

এ আইনটির প্রস্তাব দিয়েছেন ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতা ইয়ান ক্যালডেরন। তিনি আইনটির প্রস্তাব দেওয়ার সময় বলেন, প্লাস্টিকের স্ট্র দিয়ে পানীয় পান নিষিদ্ধ করার প্রস্তাব দিচ্ছেন না তিনি। তবে ক্রেতা যদি চায় তখনই তা দিতে হবে। না চাইলে এটি দিতে হবে না।

ক্যালডেরন বলেন, ‘আমাদের ওয়ান টাইম ব্যবহৃত প্লাস্টিক স্ট্রগুলোর ভূমিতে, জলাভূমিতে ও সাগরে বিরুপ প্রতিক্রিয়া সম্পর্কে জানতে হবে।’

পরিবেশবাদীরা বলছেন, প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিকের স্ট্র পরিবেশে ছড়িয়ে পড়ছে। আর এগুলো বর্জ্য আহরণকারীদের বাড়তি ঝামেলা তৈরি করছে। পাশাপাশি পরিবেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এগুলো পরিবেশ দূষণ ঘটাচ্ছে।

সূত্র : ইউএসএ টুডে