ফের মাঝ আকাশে কাছাকাছি চলে এল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুদ্ধবিমান। সোমবার কৃষ্ণ সাগরের উপর এই ঘটনা ঘটে। মার্কিন নেভি জানিয়েছে, তাদের যুদ্ধবিমান তাড়া করেছে রুশ ফাইটার জেট। ২ ঘণ্টা ধরে এক বিমান অপরটিকে তাড়া করেছে বলে অভিযোগ। এই ঘটনায় নিরাপত্তাহীন বলে উল্লেখ করেছে মার্কিন নেভি।
জানা গিয়েছে, ইন্টারন্যাশনাল এয়ারস্পেসে এক অভিযানে অংশ নিয়েছিল মার্কিন EP-3 এরিজ স্পাই প্লেন। তাকে তাড়া করে রাশিয়ার Su-27 যুদ্ধবিমান। ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে সেটি মার্কিন বিমানটিকে তাড়া করে বলে এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন। মাত্র পাঁচ ফুট বা দেড়মিটারের দূরত্ব ছিল দুটি বিমানের মধ্যে। একেবারে EP-3 বিমানের পথেই চলে আসে রাশিয়ান বিমানটি। তবে সাম্প্রতিককালে এই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে কৃষ্ণ সাগরের উপরে।
এর আগে গত বছরের শেষের দিকে সিরিয়ার আকাশে দুটি রুশ যুদ্ধবিমানকে রুখে দেয় মার্কিন জেট। বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচাতেই কোনোক্রমে ওই এলাকা থেকে সরানো হয় রাশিয়ার দুটি যুদ্ধবিমানকে।
পেন্টাগনের রিপোর্টে জানা গিয়েছে, মার্কিন এয়ার ফোর্সের F-22 র্যাপ্টর স্টিলথ ফাইটার র্যাডার ও ইনফ্রারেডের মাধ্যমে রুশ যুদ্ধবিমান Su-25s-কে এলাকা ছেড়ে যাওয়ার জন্য সিগন্যাল দেয়। এমনকি মাঝ আকাশে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পাইলটকে তাত্ক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। সিরিয়ার আকাশে ইউফ্রেটিস নদীর কাছে আলবু কামালে এই ঘটনা ঘটে। আইএসআইএসের বিরুদ্ধে যুদ্ধ চালানোর সময় এই ঘটনা ঘটে।
সংঘর্ষের হাত থেকে রক্ষা পেতে নানা ধরনের রণকৌশলের সাহায্য নেয় মার্কিন ফাইটার F-22s. এয়ারস্পেস থেকে সরে যাওয়ার জন্য একাধিকবার ইঙ্গিত দিতে হয়। রুশ যুদ্ধবিমানের একেবারে কাছাকাছি গিয়ে ইঙ্গিত দিতে হয়। ইমার্জেন্সি চ্যানেলের মাধ্যমে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয় রাশিয়ান পাইলটদের সঙ্গে। বোঝানো হয় যে তাদের এলাকা ছাড়তে হবে। নদীর পশ্চিম দিকে যাওয়ার ঠিক ৪০ মিনিট আগে এই ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে হটলাইনে রাশিয়ার অফিসারদের সঙ্গে যোগাযোগ করে আমেরিকা। আতঙ্কিত না হওয়ার বার্তা দেন মার্কিন অফিসারেরা।