বিভিন্ন ধরনের ওয়েবসাইট আর সামাজিক যোগাযোগের মাধ্যম এখন আমাদের জীবনযাপনকে দিয়েছে ভিন্ন মাত্রা। সব ধরনের ঘটনাতেই এখন ভার্চুয়াল জগতের মাধ্যমগুলোর প্রভাব অনস্বীকার্য। আসছে মঙ্গলবার অনুষ্ঠিতব্য সিটি কর্পোরেশন নির্বাচনের হাওয়াও তেমনি বেশ জোরেশোরেই লেগেছে অনলাইনে। প্রচলিত নির্বাচনী প্রচারণার পাশাপাশি সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা এখন ফেসবুককে বেছে নিয়েছেন প্রচারমাধ্যম হিসেবে। কোনো কোনো প্রার্থী আবার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও পৌঁছাতে চেষ্টা করছেন ভোটারদের কাছে।
সবমিলিয়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রধান প্রধান প্রার্থীদের মনোযোগের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অনলাইন—এ কথা বলাই যায়। রাস্তায় বা বাড়িতে বাড়িতে শারীরিকভাবে নির্বাচনী জনসংযোগের পাশাপাশি এখন তারা অনলাইনে ভার্চুয়াল জনসংযোগেও মনোযোগী হয়ে উঠছেন। বিশেষ করে তরুণদের মনোযোগ আকর্ষণ করতে হলে এর যে বিকল্প নেই, তা শীর্ষ এসব প্রার্থীরা সহজেই বুঝে গেছেন। প্রযুক্তির সাথে আমাদের সম্পর্কের মেলবন্ধন হয়তো এভাবেই দিনকে দিন বাড়তেই থাকবে।