ফের লিওনেল মেসির জন্য গলা ফাটালেন নেইমার৷বার্সেলোনার সতীর্থ লিও মেসি ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য বলে মনে করছেন ব্রাজিলীয় তারকা৷ এই মরশুমে মেসি লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ৷ তাই মেসিকে ব্যালন ডি’অর দেয়ার দাবি তুলছেন নেইমার ৷ কী বলছেন ব্রাজিলীয় তারকা? নেইমার বলেছেন, ‘মেসি এবার সব কিছু করেছে ৷ ও ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য ৷ ওকেই ব্যালন ডি’অর দেওয়া উচিত৷’ এর আগেও ব্যালন ডি’অরের জন্য নিজে থেকেই সতীর্থের জন্য সুপারিশ করেছিলেন নেইমার ৷ এবারও ফের সেই দাবি তুললেন ব্রাজিলীয় তারকা ৷ এখন কোপ আমেরিকা চলছে৷ দুটি দলই কোপায় মুখোমুখি হতে পারে ৷তখন মেসির বিরুদ্ধে নেইমার কেমন লড়াই করেন সেটাই দেখার ৷