শান্তির প্রত্যাশায় যারা প্রাণ দিয়েছিলেন সেই ভাষা শহীদদের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতি পালন করলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে রাত থেকেই মানুষের মিছিল গিয়ে মিশে ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। মিছিলে মিছিলে আসা মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে নিজেকে, দেশকে সমৃদ্ধি ও শান্তির পথে এগিয়ে নেয়ার শপথ গ্রহণ করে। সূর্যের আলো ফোটার আগে থেকেই মিছিল করে প্রভাত ফেরি এগিয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। সবার কণ্ঠে ছিল ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি। খালি পায়ে, শিশিরভেজা পথ মাড়িয়ে সবাই এসেছিলেন শহীদ মিনারে। হাতে ছিল গুচ্ছ গুচ্ছ ফুল। ছোট শিশু, কিশোর, তরুণ-তরুণী থেকে বৃদ্ধরাও দলবেঁধে এসেছিলেন- এই প্রভাত ফেরিতে। মেয়েদের পরনে একুশের প্রতীক আঁকা কালোপাড়ে সাদা শাড়ি, ছেলেদের পোশাকেও একুশের স্পর্শ। শিশুদের গালে, কপালে একুশের প্রতীক আঁকা। শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মৃতি ও একুশের শপথ বুকে নিয়ে মানুষের সেই স্রোত ছড়িয়ে গেছে শহরময় আয়োজিত একুশের বিভিন্ন অনুষ্ঠানে।
গতকাল রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন পর্ব। এরপর সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি-বেসরকারি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদনের পর ঢল নামে সাধারণ মানুষের। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদি। আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর শহীদ মিনারে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি, রাশেদ খান মেননের নেতৃত্বে ওয়ার্কার্স পার্টি, হাসানুল হক ইনুর নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল, মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, খালেকুজ্জামান ভূইয়ার নেতৃত্বে বাসদ, দিলীপ বড়ুয়ার নেতৃত্বে সাম্যবাদী দল, অধ্যাপক ড. মো. আখতারুজ্জমানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ স্বাচিবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. দৌলতুজ্জামানের নেতৃত্বে কলেজ শাখার নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও সিনেট সদস্য, সেক্টরস কমান্ডার্স ফোরাম, গণফোরাম, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, বাংলা একাডেমি, সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাব, মহাপরিচালক তন্দ্রা সিকদারের নেতৃত্বে নার্সিং ও মিডওয়াইফারির কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পী গোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর আসর, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান আজিমপুর, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, গণতন্ত্রী পার্টি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
তা ছাড়া, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রভাতফেরি আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনেক বিদেশি নাগরিককে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা গেছে। এ ছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর স্কুল-কলেজ ও পাড়া-মহল্লায়ও ছিল নানা আয়োজন। অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সবাই। এ শ্রদ্ধা আর ভালোবাসায় বেঁচে থাকবে আমাদের প্রিয় মাতৃভাষা এমনটাই প্রত্যাশা সকলের। এসব আয়োজনে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিকে, মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার জন্য আন্দোলনের সকল শহীদের রুহের শান্তি কামনা করে গতকাল সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মুনাজাতের বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টি- জেপি’র শ্রদ্ধা জ্ঞাপন
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে জাতীয় পার্টি-জেপি’র দু’দিনের কর্মসূচির অংশ হিসেবে একুশের প্রথম প্রহরে জাতীয় পার্টি জেপি’র নেতৃবৃন্দ দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেপি’র প্রেসিডিয়াম সদস্য এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ, এজাজ আহমেদ মুক্তা, নাজমুন্নাহার বেবী, ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ হোসেন রেনু, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল প্রমুখ। এর আগে, গতকাল সকালে দলের নেতৃবৃন্দ আবুল বরকত ও শফিউর রহমানের মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়।
এ সময় শেখ শহীদুল ইসলাম বলেন, মহান ভাষা আন্দোলন আমাদেরকে অন্যায়ের কাছে মাথা নত না করার এবং সর্ব প্রকার জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার শিক্ষা দিয়েছে। প্রকৃত পক্ষে ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা লগ্ন। আমরা আজ যে স্বাধীন জন্মভূমি পেয়েছি তার পেছনে একুশের শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের প্রতিটি পর্যায়ে অনুপ্রেরণা যুগিয়েছে।