চলতি    (২০১৫-১৬) অর্থবছরে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ৩০টি গবেষণা  সমীক্ষা পরিচালনা করবে। এ জন্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে সরকার বিইডিএসকে অতিরিক্ত ১৫ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেবে।
বৃহস্পতিবার বিআইডিএস-এর ৯৭তম বোর্ড অব ট্রাস্টিজ বৈঠকে পরিকল্পনা মন্ত্রী এ তথ্য জানান।
বোর্ডের চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ সময় বলেন, এর আগের অর্থবছরগুলোতে এখাতে বিআইডিএসকে গড়ে ২ কোটি টাকা বরাদ্দ দেয়া হতো। এবছর তা বাড়িয়ে ১৫ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হলো।
মন্ত্রী বলেন, অন্যান্য গবেষণা যাই হোক, পর্যটন বিষয়ে কার্যকর গবেষণায় আমরা একেবারেই পিছিয়ে আছি। এ বিষয়ে বিইডিএসের নিজস্বভাবে গবেষণা করা উচিত। একই সাথে সরকারের রাজস্ব আয় কোন কোন ক্ষেত্রে আরো বাড়ানো যায় বিআইডিএসের উচিত সে সম্পর্কে বিস্তারিত গবেষণা করা।
বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেন, এর মধ্য দিয়ে বিআইডিএসকে গবেষণা ক্ষেত্রে সেন্টার অব এক্সসিলেন্স হিসেবে তৈরি করার প্রক্রিয়া শুরু হলো।
বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান, সাবেক গর্ভনর ড. ফরাসউদ্দিন এসময় উপস্থিত ছিলেন।