প্রথমে বিশ্বকাপ, তারপর পাকিস্তান ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ক্রিকেটে বাংলাদেশের অসাধারণ সাফল্যের জয়যাত্রা অব্যাহত। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক ফাফ ডু প্লেসির কণ্ঠে তাই সমীহ আর শ্রদ্ধা। তাঁর অভিমত, বাংলাদেশ এখন আর ছোট দল নয়।

বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রশংসায় মেতে ওঠেন ডু প্লেসি। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন অবিশ্বাস্য ভালো খেলছে। বিশ্বক্রিকেটের জন্য এটা একটা ইতিবাচক দিক। তারা এখন আর মিনোজ বা ছোট দল নয়। তাদের হারাতে হলে আমাদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে হবে।’

ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ ডু প্লেসি, ‘ভারতের বিপক্ষে বাংলাদেশ খুবই ভালো খেলেছে। তাদের খেলা দেখে আমি ভীষণ অভিভূত। বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা বেশ ভালো খেলছে।’

মাশরাফির দলকে সমীহ করে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘এখন আর বাংলাদেশ দলকে হালকাভাবে দেখার অবকাশ নেই। তাদের বিপক্ষে আমাদের সেরা পরিকল্পনা এবং সেরা অস্ত্র নিয়ে মাঠে নামতে হবে। সিরিজটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই মনে হচ্ছে।’

বাংলাদেশের দলের প্রতিটি বিভাগই শক্তিশালী বলে মনে করেন ডু প্লেসি, ‘ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো বিভাগেই এখন আর পিছিয়ে নেই বাংলাদেশ। তাদের প্রতিটি বিভাগই বেশ শক্তিশালী। এমন দলের বিপক্ষে আমাদের সতর্কতার সঙ্গেই খেলতে হবে।’