ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, জয়ের লক্ষ্য নিয়েই তারা মাঠে নামবে। তবে মুখে জয়ের কথা বললেও স্বাগতিক অধিনায়কের মনে ছিল ড্র। শেষ পর্যন্ত ব্যাটসম্যান নয় বৃষ্টি আশীর্বাদে ফতুল্লা টেস্টে ড্র করতে সক্ষম হয়েছে স্বাগতিকরা।
কিন্তু ভারতের ছুঁড়ে দেয়া ৪৬২ রানের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৫৬ রানে। ফলে মাত্র ৭ রানের জন্য ফলোঅন এড়াতে পারেনি টাইগাররা। তবে স্বাগতিক ব্যাটসম্যানরা ক্রিজে এসে সেট হওয়ার পরও আউট হওয়ায় ভীষণ হতাশ বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
ফতুল্লা টেস্টের পঞ্চম দিনের খেলা হয়েছে মাত্র ৫০.৫ ওভার। আর তাতেই বিপদে পড়েছিল মুশফিকুর রহীমের দল। রবিচন্দ্র অশ্বিন ও হরভজন সিংয়ের স্পিনে নাকাল স্বাগতিক ব্যাটসম্যানরা। তবে এদিনও বৃষ্টির কারণে পুরো প্রথম সেশনের খেলাটা হতে পারেনি। তাতেই শেষ পর্যন্ত ভারতীয় অধিনায়ক ড্র মেনে নেয়।
ফতুল্লা টেস্টের পঞ্চম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন স্বাগতিক অধিনায়ক মুশফিকুর রহীম। ফলোঅন না এড়ানোর লজ্জায় স্বাগতিক অধিনায়কের মুখে এদিন তেমন কোনো হাসিই ছিল না। সাংবাদিকদের হাজারো প্রশ্নবাণে জর্জরিত বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
অপকটে স্বীকার করলেন ফতুল্লা টেস্টে আমাদের প্রথম লক্ষ্য ছিল ফলোঅন এড়ানো। কিন্তু আমরা সেটি করতে পারেনি। বিশেষ করে ব্যাটসম্যানরা উইকেটে এসে সেট হবার পরও ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে আউট হয়েছেন। এটি টেস্ট ম্যাচে কোনভাবেই কাম্য নয়। তবে পঞ্চম দিনে অশ্বিন ও হরভজনও খুবই ভালো বল করেছেন। তাই আমাদের গেমপ্ল্রান ছিল আমরা প্রথমে ফলোঅন এড়াবো। তারপর ওদের ছুঁড়ে দেওয়া স্কোরের যতটা কাছাকাছি যাওয়া যায়। তবে আমারা কোনটাই ঠিকভাবে করতে পারিনি। ’