ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কে এখন বইছে দারুণ সুবাতাস। সদ্যই বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে উষ্ণ আতিথেয়তা নিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিসিবির কর্মকর্তাদের স্ত্রীদের জন্য উপহার পাঠানো হয়েছে বলে জানিয়েছে কলকাতার পত্রিকা আনন্দবাজার। প্রধানমন্ত্রীর জন্য উপহারের তালিকায় আছে শাড়ি ও গীতাঞ্জলি। শাড়ি পাচ্ছেন বিসিবি ও আইসিসির সাবেক সভাপতি ও বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রীও। আর এসব উপহার পাঠানো হয়েছে বিসিসিআই এর সভাপতি জগমোহন ডালমিয়ার অফিস থেকেই।
শ্রীনিবাসনের সাথে মুস্তফা কামালের দ্বন্দের জের ধরে যে সাময়িক অস্থিরতার সৃষ্টি হয়েছিলো সেটি যে এখন একেবারেই অতীত তা আর বলাই বাহুল্য!
সূত্রঃ প্রিয়