কোপা আমেরিকা ফুটবলে শুরুটা ভালো হলো না আর্জেন্টিনার। শনিবার রাতে আসরে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছেন লিওনেল মেসির দেশ।
ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। ২৯ মিনিটে সার্জিও অ্যাগুয়েরোর গোলে এগিয়ে গিয়েছে আর্জেন্টাইনরা। ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেছেন অধিনায়ক মেসি।
দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবেই কামব্যাক করেছে প্যারাগুয়ে। এই অর্ধে আর্জেন্টিনার ওপর বেশ ভালই চড়াও হয়েছে দলটি। ৬০ মিনিটে হেইদো ভালদেজের গোলে ম্যাচের ফেরার উপলক্ষ খুঁজে পেয়েছে প্যারাগুয়েনরা। এরপর ৯০ মিনিটে বোরিসের গোলে ২-২ সমতায় ফিরেছে তারা।
সদ্য স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে ট্রেবল জিতিয়ে আসা মেসি এই ম্যাচেও সময় সময় বেশ ভালোই ঝলক দেখিয়েছেন। দলের দুটি গোলেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান ছিল তারই। তবে শেষ অব্দি রক্ষণভাগের দুর্বলতা আর আক্রমণভাগে অগোছালো ফুটবলের মাশুল গুনতে হয়েছে আর্জেন্টিনাকে; পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে মেসিদের।
এ রাতে একই গ্রুপের অপর ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। এ জয়ে বি-গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি।