Home Hot News Today জিম্বাবুয়ে ৪ উইকেটে জয়ী

জিম্বাবুয়ে ৪ উইকেটে জয়ী

0

বিশ্বকাপে আরব আমিরাতের বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেয়েছে জিম্বাবুয়ে। আমিরাতের ২৮৫ রানের জবাবে খেলতে নেমে জিম্বাবুয়ে ৪৮ ওভারে ৬ উইকেটে হারিয়ে জয়ের বন্দরে পৌছেঁ যায়। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করে শেন উইলিয়ামস। এছাড়াও টেইলর ৪৭ ও সিকান্দার রাজার ৪৭ রান জয়ের জন্য বিশেষ ভূমিকা রাখে। আমিরাতের পক্ষে মোহাম্মদ তৌকির ২টি উইকেট শিকার করেন।

সকালে টসে হেরে ব্যাট করতে নেমে আমিরাত নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ২৮৫ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন সায়মন আনোয়ার।