উইকেটের দেখাই পেতে কিছুটা সময় লাগলেও একেবারে পরপর দুই আঘাত করে ভারতকে ভড়কে দিলেন তাসকিন। জোড়া ক্যাচ ফেলার পর এবার তাসকিনের বোলিং নৈপুণ্যে ধাওয়ানকে ফিরিয়ে প্রথম উইকেটের দেখা মিললও তাঁর ঠিক এক ওভার পরই ভয়ঙ্কর কোহলিকে ফিরিয়ে দিয়ে পাখির মত উড়লেন এই বাংলাদেশের গতিদানব।

৩০ রান করা ধাওয়ানকে আবার সেই মুশফিকের হাতে দিয়েই এবার ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। তাছাড়া ১৩ এবং ১৫ রানের সময় দুবারের সহজ ক্যাচ তালুবন্দী করতে পারেননি অনেকদিন পর কিপিংয়ে ফেরা মুশফিকুর রহিম। অন্যদিকে ব্যক্তিগত মাত্র ৪রানের মাথায় কোহলিকে ফিরিয়ে দেন এই বোলার।

১৯ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০২ রান। ৬২ রানে রোহিত ও ০ রানে ব্যাট করছেন আজিঙ্কা রাহানে।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৩০৮ রানের টার্গেটে ভারতের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। স্বাগতিকদের বোলিং সূচনা করেন টাইগারদের বোলিং চমক মুস্তাফিজুর রহমান। এই প্রথম টাইগারদের স্কোয়াডে একসঙ্গে চার পেসার খেলছেন।

বাংলাদেশের হয়ে তামিম ইকবাল, সৌম্য সরকার ও সাকিব আল হাসান ফিফটি করে দলকে বড় সংগ্রহ এনে দিতে মুখ্য ভূমিকা পালন করেন। তামিম ৬০, সৌম্য ৫৪ ও সাকিব করেন ৫২ রান। এছাড়া সাব্বির ৪১ ও নাসির ৩৪ রান করে দলকে ৩০৭ রানের একটি শক্ত সংগ্রহ করতে সাহায্য করেন।