রেকর্ড নিয়ে ভাবেন না মমিনুল হক। কিন্তু ফতুল্লায় শনিবার টেস্টের চতুর্থ দিনে যখন ব্যাট করতে যান তখন কি রেকর্ডটা তার মাথায় ছিলো না? যুবা এই ব্যাটসম্যানের সামনেই অপেক্ষায় ছিল টানা ১২ টেস্টে ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ডটি। কিন্তু পারলেন না মমিনুল। অভিজ্ঞ হরভজনের কাছে হার মেনে ৩০ রান করেই বিদায় নিতে হয়েছে তাকে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্যার ভিভ রিচার্ডস, বীরেন্দর শেবাগ ও গৌতম গাম্ভীরের রেকর্ড ছুয়েছেন মমিনুল। গিয়ে দাঁড়িয়েছেন তাদের পাশে। রেকর্ডটা টানা ১১ টেস্টে ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেলার। এরপর আর একটি রেকর্ড সামনে। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স টানা ১২ টেস্টে ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড নিয়ে দাঁড়িয়ে। অনন্য ওই রেকর্ডে ডি ভিলিয়ার্সের কোনো সঙ্গী নেই। ফতুল্লা টেস্ট ছিল তার পাশে গিয়ে দাঁড়ানোর। মমিনুল পারলেন না।
এমনিতে ঝুঁকিহীন ইনিংসই খেলেন মমিনুল। খেলছিলেন ভারতের বিপক্ষে চতুর্থ দিনেও। মনে হচ্ছিল আজ ডি ভিলিয়ার্সের রেকর্ডের সাথে দেখা হয়ে যাবে তার। কিন্তু কি যে হলো? অভিজ্ঞ হরভজন দুই বছর পর ফিরেছেন টেস্টে। জায়গা করে নিতে মরীয়া। আর তাকেই উইকেটে নেমে বড় শট খেলতে গিয়ে মিড অফ ক্যাচ তুলে দিলেন মমিনুল। যাদব মিস করেন নি ক্যাচটা নিতে।
এখনো অবশ্য সুযোগ আছে মমিনু্লের। কিন্তু বৃষ্টি যেভাবে নিয়ন্ত্রণ করছে ফতুল্লা টেস্ট তাতে সুযোগটা নাও আসতে পারে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস বাকি। দ্বিতীয় ইনিংসে যদি ফিফটি করতে পারেন তাহলেও রেকর্ডটা হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে আদৌ ব্যাট করা হবে কি না সেই প্রশ্নটা এখন সময়ের হাতে।