কন্যা সন্তানের বাবা হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিপিএলে রংপুর রাইডার্সে নাম লেখানো এ তারকা খেলোয়াড় সোমবার সকাল ৯টার দিকে তার ফেসবুক পাতায় অসংখ্য ভক্তদেরকে এ খবর দেন।

স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে একটি ছবি শেয়ার করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। ছবির ক্যাপশনে তিনি লেখেন, রাজকন্যার আগমনের ক্ষণ গণনা শুরু। মাত্র তিন ঘণ্টায় ছবিটিতে দেড় লাখেরও বেশি লাইক পড়ে।

উল্লেখ্য, সাকিব বর্তমানে ছুটিতে যুক্তরাষ্ট্রে রয়েছে। প্রথম সন্তানটি ভূমিষ্ট হবে সেখানেই। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাসের শুরুতে প্রথম সন্তানের বাবা-মা হচ্ছেন সাকিব-শিশির দম্পতি।