৪র্থ বারের মত জার্মান চেঞ্চেলর অ্যাঙ্গেলা মার্কেল- জার্মান বাংলা
৪র্থ বারের মত জার্মান চেঞ্চেলর অ্যাঙ্গেলা মার্কেল

জার্মান বাংলা  ঃ বিশ্বের অন্যতম শক্তিশালী নারী নেত্রী জার্মানির অ্যাঙ্গেলা মার্কেল আজ রবিবার জার্মান জাতীয় নির্বাচনে ৪র্থ বারের মত জার্মান চেঞ্চেলর হিসেবে নির্বাচিত হলেন। তার দল Christian Democrats (CDU) ৩২,৫ শতাংশ ভোট পেয়েছে।

CDU এর সব চেয়ে সব চেয়ে কাছাকাছি প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে SPD যারা ২০ শতাংশ ভোট পেয়েছে । কিন্তু মজার বেপার হল দুটো দলই গতবারের চেয়ে কম ভোট পেয়েছে । গত নির্বাচনে CDU পেয়েছিল ৩৬% এবং SPD ২২% ।

অভিবাসী এবং ইসলাম বিরোধী দলও কিন্তু এবার কম এগিয়ে রয়নি তারা ১৩% পেয়ে জার্মানির ৩য় বৃহত্তর দল হিসেবে স্বীকৃত পেল।

এবারের নির্বাচনে মোট ৬৫টি দল অংশ নিয়েছে। দেশটিতে প্রায় ৬ কোটি ১০ লাখ ভোটার তাদের অধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে নারী ভোটার প্রায় ৩ কোটি ১০ লাখ, আর পুরুষ প্রায় ৩ কোটি।

নিয়ম অনুযায়ী,  প্রতিজন ভোটার দু’টি করে ভোট দিয়েছেন। একটি সংসদীয় আসনের প্রার্থীকে, অপরটি দলকে। জার্মানিতে কোনো দল মোট ভোটের ৫ শতাংশ না পেলে সেই দল সংসদে (বুন্দেসতাগ) প্রতিনিধিত্ব করতে পারে না। বুন্দেসতাগের মোট ৫৯৮ আসনের মধ্যে ২৯৯টি আসনে রোববার সরাসরি নির্বাচন হয়েছে। বাকি ২৯৯ আসনে দলীয় ভোটপ্রাপ্তির শতাংশের হিসাব অনুযায়ী বিভিন্ন দলের প্রার্থী তালিকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সমর্থকদের উদ্দেশে তাৎক্ষণিক দেওয়া ভাষণে মেরকেল বলেন, আরও ভালো ফল করার আশা করেছিলাম। এএফডি পার্টির উত্থানে জনগণের ‘ভয়, উদ্বেগে’র কথা শোনা হবে।

সংসদে এখনো সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলেও গত ৭০ বছরের মধ্যে এটাই খ্রিস্টান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ/সিএসইউ) সবচেয়ে খারাপ ফলাফল।

এক নজরে ইউরোপের নেত্রী মেরকেল

একটি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক মেরকেলের রাজনীতিতে পদার্পণ ৩৪ বছর বয়সে। ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতনের সময় পূর্ব জার্মানির প্রধানমন্ত্রী লোথার ডে-মেসিয়ারের রাজনৈতিক সচিব হিসেবে রাজনীতির মঞ্চে আসেন মেরকেল। এরপর তিনি বৃহত্তর জার্মানির প্রথম নির্বাচনে বুন্দেসতাগের সদস্য নির্বাচিত হলে তাকে মন্ত্রী করে নেন তৎকালীন চ্যান্সেলর হেলমুট কোল। ১৯৯৮ সালের নির্বাচনে কোলের নেতৃত্বে সিডিইউ’র ভরাডুবি হলে নেতৃত্বে আসেন ৪৪ বছর বয়সী মেরকেল।

দলকে গুছিয়ে নেওয়ার পর ২০০৫ সালে প্রথম জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন মেরকেল। তারপর থেকে কেবল জার্মানিই নয়, পুরো ইউরোপকেই যেন নেতৃত্ব দিচ্ছেন তিনি। জার্মানির ‘ইউরো-সংশয়বাদী’দের তিনি যেমন সন্তুষ্ট করেছেন বলিষ্ঠ অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে, তেমনি ‘ইউরোপ-বান্ধব’দেরও খুশি করেছেন দলের অভ্যন্তরে প্রতিরোধ সত্ত্বেও সংস্কার উদ্যোগ বাস্তবায়ন করে।

ইউরোপ অভিমুখে অভিবাসী-শরণার্থী স্রোত, ইউরোপের অর্থনৈতিক সংকট, জার্মানির রাজনৈতিক নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারিসহ নানা ইস্যুতে মেরকেল মাঝেমধ্যে বেকায়দায় পড়লেও ধীরে-সুস্থে জনগণের মন-মর্জি বুঝে পদক্ষেপ নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন পূর্ণোদ্যমে। গ্রিস, ইতালি, ফ্রান্স এমনকি যুক্তরাজ্যের মতো দেশগুলো অর্থনৈতিকভাবে ক্রান্তিকাল অতিক্রম করলেও মেরকেলের দৃঢ় ও সময়োপযোগী পদক্ষেপের কারণেই জার্মানিকে পড়তে হয়নি তেমন কোনো সংকটে।

সামনে জার্মান রাজনীতির আপডেট পেতে জার্মান বাংলার ফেইছবুক পাতায় চোখ রাখুন ।