হাতের ও পায়ের তুলনায়ে আঙুলের গিঁটে কালচে ধরণের দাগ থাকে যা হাতের সৌন্দর্য একেবারেই নষ্ট করে এবং এটা শুধু হাতের না পায়ের বেলাতেও হয়ে থাকে। এই হাতের ও পায়ের কালচে দাগ দূর করার জন্য ঘরোয়া তিনটি উপায়ে রয়েছে। যা নিয়ে আজকে আলোচনা করবো।
আমন্ড অয়েলঃ
এটি কাঠবাদাম এর তেল নামেও পরিচিত। শুধু মাত্র এই একটি উপাদান ব্যাবহার করেই আপনি হাতের এবং পায়ের কালচে ভাব দূর করতে পারেন। প্রতিদিন কয়েক ফোঁটা আমন্ড অয়েল আঙুলের এই কালচে দাগের উপর এবং পায়ের পাতার কালো হয়ে যাওয়া অংশের উপরে ম্যাসেজ করুন। এভাবে ২ থেকে ৩ সপ্তাহ ব্যাবহারের ফলে আপনি পেতে পারেন উজ্জ্বল ও সুন্দর ত্বক।
বেকিং সোডা ও গ্লিসারিনঃ
গ্লিসারিন এর কাজ হল ত্বক মসৃণ করা এবং বেকিং সোডা কালচে ভাব দূর করে। এটি উজ্জলতা দীর্ঘ সময় ধরে রাখার জন্য খুবই উপকারী। একটি বড় বোলে কুসুম কুসুম গরম পানি নিয়ে এতে কয়েক চামচ বেকিং সোডা এবং ১ চা চামচ গ্লিসারিন এবং ১ চ চামচ গোলাপজল ভালো করে মিশিয়ে নিন। এই পানিতে হাত ও পা ডুবিয়ে রাখুন ৫-১০ মিনিট। সপ্তাহে ২ বার করেই আপনি খুব ভালো ফল পেতে পারেন।
ব্লিচঃ
লেবু ও মুধু একসাথে ব্যাবহার করে আপনি ত্বকের অনেক ধরনের উপকার পেতে পারেন। এ দুটো একসাথে ব্লিচ এর মত কাজ করে ১ চা চামচ মধুতে ১ চা চামচ তাজা লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি হাতের আঙুলের গিঁটে ভালো করে লাগিয়ে নিন। মাত্র ১ মিনিট ম্যাসেজ করে রেখে দিন ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। তারপর ভালো ভাবে ধুয়ে ফেলুন।এটি হাতের ও পায়ের কালচে দাগ দূর করতে আপনাকে সাহায্য করবে।