ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এখন সমীহ জাগানিয়া একটি দল। কিন্তু সে তুলনায় টি২০তে এখনও একেবারে নবীশ। বলতে গেলে এখনও যেন শিখছে বাংলাদেশের ক্রিকেটাররা। অথচ এই দলেরই একজন, সাকিব আল হাসান ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনের সেরা একজন ক্রিকেটার।

বিশ্বের প্রায় সব ক্রিকেট খেলিয়ে দেশের সেরা সেরা টি২০ লিগগুলোতে খেলার অভিজ্ঞতা রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। শুধু তাই নয়, ওয়ানডে এবং টেস্টের মত একই সঙ্গে টি২০’র অলরাউন্ডার র‌্যাংকিংয়েরও শীর্ষে রয়েছেন তিনি। তাই সাকিবের কাছ থেকে টি২০’র অনেক কিছুই দীক্ষা নিচ্ছেন বাংলাদেশ দলের জুনিয়র ক্রিকেটাররা। এমনাটাই আজ শোনালেন দলের ওপেনার সৌম্য সরকার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ সিরিজ শুরুর আগেরদিন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা অনেকটা আক্ষেপ করে বলেছিলেন, ‘আমরা তো সেভাবে ঘরোয়া বা আন্তর্জাতিক পর্যায়ে টি২০’ই খেলার সুযোগ পাই না। যে কারণে এই ফরম্যাটে এখনও ভালো দল হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। তবে আমরা ভালোভাবে টি২০তে অভ্যস্ত হতে না পারলেও, এই দলে কিন্তু একজন টি২০ স্পেশালিস্ট রয়েছেন, তিনি সাকিব-আল হাসান।

ভারতের আপিএল থেকে শুরু অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, এমনকি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার দারুণ অভিজ্ঞতায় সমৃদ্ধ সাকিব। বাংলাদেশের জুনিয়র ক্রিকেটাররা সাকিবের কাছ থেকে টি২০ ফরম্যাটে ভালো করার ব্যাপারে অনেক কিছুই শিখে থাকেন। এমনকি ড্রেসিং রুমে এবং হোটেলেও সাকিব জুনিয়রদের শিক্ষা দেন, কিভাবে টি২০তে ভালো করতে হবে। সৌম্য সরকারই জানালেন, ‘জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়দের সঙ্গে এ ব্যাপারে অনেক কিছু শেয়ার করে থাকেন সাকিব ভাই।’ ।

আজ হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ বিষয়ে বাম হাতি তরুণ ওপেনার বলেন, ‘আসলে টি২০তে উনি (সাকিব ভাই) আমাদের সবার চেয়ে বেশী অভিজ্ঞ। এ কারণে সব বিষয়েই উনি আমাদের সহযোগিতা করেন। তিনিই আমাদের বলেন, কিভাবে কী করতে হবে, কিভাবে খেলতে হকে। কেমন মানসিকতা তৈরী করতে হবে- এসব বিষয়ে।’

তবে সৌম্য এটাও জানালেন, দল শুধুমাত্র সাকিব নির্ভর নয়। তিনি বলেন, ‘ওনার (সাকিবের) উপরই যে আমরা পুরোপুরি নির্ভর, তা কিন্তু নয়। হয়তো বা আগে ছিলো। এখন কিন্তু সবাই পারফর্ম করছে। তবে উনি ভালো করলে, দলের জন্য অনেক ভালো হয়। ওনার কাছ থেকে আমরা যারা জুনিয়র আছি, তারা অনেক কিছু শিখছি। উনি আমাদের যেভাবে বলেন, যে প্ল্যান দেন, সেটা আমরা নিতে পারলে টি২০তে ভবিষ্যতে আরও ভালো করতে পারবো।’

প্রথম টি২০ ম্যাচে সাকিবের ইনিংসটি কিংবা ওপরের দিকে কেউ যদি আরেকটু লম্বা ইনিংস খেলতে পারতেন, তাহলে ম্যাচের ফল অন্যরকম হলেও হতে পারতো বলে মনে করছেন সৌম্য সরকার। এ বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই সেদিন সাকিব ভাই যদি শেষ করে আসতে পারতেন, বা তার ওপরের দিকে আমরা যারা ছিলাম, কেউ ভালো করতে পারলে হয়তো আরও ফলটা ভিন্নও হতে পারতো। হয়তো সাকিব ভাই পর্যন্ত আমাদের যাওয়াই লাগতো না। আমরা ওপরের দিকে আরেকটু স্কোর করতে পারলে পরের দিকের ব্যাটসম্যানদের জন্য কাজটা আরও সহজ হয়ে যায়।’