সোয়া ৯ লাখ এর মধ্যে প্রায় সাড়ে আট লাখ ভোট পেয়েছেন বিজয়ী মো. আতিকুল ইসলাম

0
678
সোয়া ৯ লাখ এর মধ্যে প্রায় সাড়ে আট লাখ ভোট পেয়েছেন বিজয়ী মো. আতিকুল ইসলাম
সোয়া ৯ লাখ এর মধ্যে প্রায় সাড়ে আট লাখ ভোট পেয়েছেন বিজয়ী মো. আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপনির্বাচনে বৈধ ভোট পড়েছে সোয়া ৯ লাখ। এর মধ্যে প্রায় সাড়ে আট লাখ ভোট পেয়েছেন বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটির মেয়র পদে গত বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি জোটের পাশাপাশি বামপন্থী দলগুলোও এই নির্বাচন বর্জন করায় ভোটারদের উপস্থিতি ছিল কম।

একই দিন ঢাকার দুই সিটির নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে সাধারণ নির্বাচন এবং উত্তরের একটি ওয়ার্ডে উপনির্বাচন হয়েছে।

ভোট শেষে রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার আবুল কাসেম। মোট এক হাজার ২৯৫ কেন্দ্রের ঘোষিত ফল অনুযায়ী, এই সিটির ৩০ লাখ ৩৫ হাজার ৫৯৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ৯ লাখ ৪২ হাজার ৫৩৯টি। এর মধ্যে বাতিল হয়েছে ১৯ হাজার ৫১৩টি। বৈধ ভোটের সংখ্যা ৯ লাখ ২৩ হাজার ২৬টি। এর মধ্যে নৌকার প্রার্থী আতিক পেয়েছেন আট লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। মেয়র পদে অন্য তিন প্রার্থী এনপিপির আনিসুর রহমান দেওয়ান (আম) আট হাজার ৬৯৫, পিডিপির শাহীন খান (বাঘ) আট হাজার ৫৬০ ও স্বতন্ত্র আব্দুর রহিম (টেবিল ঘড়ি) ১৪ হাজার ৪০ ভোট পেয়েছেন। ভোট পড়েছে ৩১.০৫ শতাংশ।

৩৬ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটের ফল

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি করে মোট ৩৬টি সম্প্রসারিত ওয়ার্ডে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে গতকাল শুক্রবার। দুপুরে মহানগর নাট্যমঞ্চে ডিএসসিসির ১৮ ওয়ার্ডে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল।

একই সময় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে ডিএনসিসির ১৮ ওয়ার্ডের ভোটের চূড়ান্ত ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার আবুল কাসেম।

ডিএসসিসিতে কাউন্সিলর হলেন যাঁরা

মো. শফিকুর রহমান (৫৮ নম্বর ওয়ার্ড), আকাশ কুমার ভৌমিক (৫৯), মো. আনোয়ার হোসেন মজুমদার (৬০), মো. জুম্মন মিয়া (৬১), মো. মোস্তাক আহমেদ (৬২), মো. শফিকুল ইসলাম খান (৬৩), মাসুদুর রহমান মোল্লা (৬৪), শামসুদ্দিন ভূঁইয়া (৬৫), নুরুদ্দিন মিয়া (৬৬), মো. ইব্রাহীম (৬৭), মাহমুদুল হাসান (৬৮), মো. হাবিবুর রহমান হাসু (৬৯), আতিকুর রহমান (৭০), মো. খায়রুজ্জামান (৭১), মো. শফিকুল আলম শামীম (৭২), মো. শফিকুল ইসলাম (৭৩), মো. আবুল কালাম আজাদ (৭৪) ও সৈয়দ মো. তোফাজ্জল হোসেন (৭৫)।

এই সিটিতে সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিতরা হলেন নাসরিন আহমেদ (২০ নম্বর ওয়ার্ড), সেলিনা খান (২১), হোসনে আরা শাহীন (২২), মনিরা চৌধুরী (২৩), ফুলবানু পলি (২৪) ও সুলতানা আহমেদ (২৫)।

ডিএনসিসিতে কাউন্সিলর হলেন যাঁরা

মো. জাহাঙ্গীর আলম (৩৭ নম্বর ওয়ার্ড), শেখ সেলিম (৩৮), মো. শফিকুল ইসলাম (৩৯), নজরুল ইসলাম ঢালী (৪০), মো. শফিকুল ইসলাম (৪১), ফারুক আহম্মেদ (৪২), হেলাল উদ্দিন (৪৩), শফিকুল ইসলাম শফিক (৪৪), জয়নাল আবেদীন (৪৫), মো. সাইদুর রহমান সরকার (৪৬), মোতালেব মিয়া (৪৭), মাসুদুর রহমান দেওয়ান (৪৮), মো. আনিছুর রহমান নাঈম (৪৯), ডি এম শামীম (৫০), মোহাম্মদ শরীফুর রহমান (৫১), মো. ফরিদ আহমেদ (৫২), মো. নাসির উদ্দিন (৫৩) ও জাহাঙ্গীর হোসেন (৫৪)।

এই সিটিতে সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিতরা হলেন মাহফুজা ইসলাম (১৩ নম্বর ওয়ার্ড), কামরুন নাহার (১৪), সোনিয়া সুলতানা রুনা (১৫), ইলোরা পারভীন (১৬), জাকিয়া সুলতানা (১৭) ও কমলা রানী মুক্তা (১৮)।

অন্যদিকে ২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জয়ী হয়েছেন লাটিম প্রতীকের মাসুম গণি।