দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সেনাবাহিনীতে যোগ দেওয়াটা একপ্রকার বাধ্যতামূলক। বয়স ২৮ বছর পূরণ হওয়ার আগে অন্তত দুই বছর সেনাবাহিনীতে কাজ করাটা বাধ্যতামূলক হলেও যোগদানের জন্য শারীরিক সক্ষমতা থাকতে হয়।
তবে উল্লেখযোগ্য সংখ্যক নাগরিকই সেনাবাহিনীতে কাজ করাটা পছন্দ করে না। নিজের ইচ্ছার বাইরে তাদের সেনাবাহিনীতে যোগ দিতে হয়। রাষ্ট্রীয় এই নিয়মকে ফাঁকি দিতে এবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একদল ছাত্র বিশেষ এক কৌশল অবলম্বন করেছে।
সেনাবাহিনীর জন্য নিজেদের আনফিট করার জন্য ঐ ছাত্ররা বেশি বেশি পিত্জা এবং বার্গার খাওয়ার কৌশল বেছে নেয়। নিয়মিত ফাস্টফুড খাওয়ার মাধ্যমে অস্বাভাবিক ওজন বাড়িয়ে ফেলেছে তারা। সেই কৌশল ধরা পড়ে যাওয়ার পর কঠিন শাস্তির মুখে পড়তে হচ্ছে তাদের। ঐ ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে দেশটির কিছু মানবাধিকার সংস্থা।
তাদের যুক্তি, সব নগরিকের সেনাবাহিনীতে যোগ দেয়াটা বাধ্যতামূলক করাটা সঠিক সিদ্ধান্ত নয়। যারা এখানে যোগ দিতে না চায় তাদের বাইরে রেখেই নিয়োগ পদ্ধতি চালু করা উচিত। কারণ এটি বাধ্যতামূলক করা হলে নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা খর্ব হয়।-স্কাই নিউজ