নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ৩-০ তে হারায় বড় ক্ষতি হয়ে গেল বাংলাদেশের। ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের রেটিং বর্তমানে ৯১। র্যাংকিংয়ে যদিও আগের অবস্থানে (৭) রয়েছে বাংলাদেশ।
তবে এখনও রেটিং ঘোষণা করেনি আইসিসি। বাংলাদেশ ৩-০ তে সিরিজ হারলে ৪ রেটিং হারাবে এমন ঘোষণা আগেই দিয়েছিল আইসিসি। একইসঙ্গে সিরিজ ৩-০ তে বাংলাদেশ জিতলে ১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে এমন ঘোষণাও ছিল।
এদিকে ৮৯ রেটিং নিয়ে অষ্টম অবস্থানে থাকা পাকিস্তান বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই-একটি ম্যাচ জিতলেই র্যাংকিংয়ে বাংলাদেশের উপরে উঠে আসবে পাকিস্তান।
পাকিস্তানের পর র্যাংকিংয়ে ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৬।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে পারলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। যদি এ সময়ের মধ্যে র্যাংকিংয়ে আটের মধ্যে থাকতে না পারে আইসিসি সহযোগী দেশের সঙ্গে কোয়ালিফাইং ম্যাচ খেলে বিশ্বকাপের টিকেট পেতে হবে বাংলাদেশকে।
২০১৮ সালে কোয়ালিফাইং ম্যাচগুলো বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এ অবস্থায় নিউজিল্যান্ডের কাছে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় টাইগারদের বড় ক্ষতিই হয়ে গেল।