তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ দল। এই সিরিজ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জায়গা করে নিয়েছে মাশরাফির দল। যা কিনা বাংলাদেশের জন্য এক অনন্য অর্জণ।
সিরিজ জয়কে তাই ক্যারিয়ারের সেরা অর্জন হিসেবেই দেখছেন বাংলােেদশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গোটা সিরিজেই বাংলাদেশ দল অসাধারণ খেলেছে বলেও মনে করছেন তিনি।
এরআগেও অনেকগুলো সিরিজ জয়ের অভিজ্ঞতা রয়েছে মাশরাফির। বিশ্বকাপ থেকে ফিরে এসেই পাকিস্তানকে ৩-০ তে বাংলাওয়াশ করার স্মৃতি এখনো উজ্জ্বল হয়ে আছে। তবে ভারতের বিপক্ষে সিরিজ জয়কেই এগিয়ে রাখছেন টাইগার দলপতি।
বুধবার মিরপুরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘সেরা, যদি বিশ্বকাপের প্রসঙ্গটা বাদ দেন। আইসিসি র্যাঙ্কিংয়ের এক-দুই-তিন-চার এদের সঙ্গে এভাবে কখনো আমরা সিরিজ জিততে পারিনি। সেখানে ভারত ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুই নম্বর দল। তাদের বিপক্ষে জয়টাকে অবশ্যই আমি বলবো সেরা। তার আগেও যদি বলি, কোনো জয় আমাদের কাছে কখনো ছোট ছিল না। এখনো মনে করি না আমরা বিশ্বের সেরাদের একটা। যেভাবে খেলছি এভাবে খেলতে থাকলে হয়তো সবাই সমীহ করবে, আমরাও ভালো করব।’
শেষ ম্যাচে হার নিয়ে মোটেও আক্ষেপ নেই মাশরাফির। এই পরাজয় থেকে দল ইতিবাচক অনেক কিছু শিখতে পারবে যেটা ভবিষ্যতের জন্য দারুণ কাজে দেবে বলে মনে করেন তিনি
এ বিষয়ে মাশরাফি বলেন, ‘একটা ম্যাচ কেউ হারতে চায়না। আর আমরা আগে যেভাবে হেরেছি সেভাবেই তো না-ই। এই সিরিজ থেকে যতটুকু অর্জণ করতে পারতাম তার থেকেও হয়তো বেশি কিছু অর্জন করেছি আমরা। যতটুকু আমরা লস করেছি সেটা থেকে আশা করি অনেক কিছু শিখতে পারবো। যাতে ভবিষ্যতে এমন হলে এই সিচুয়েশনগুলো আমরা হ্যান্ডেল করতে পারবো।