একের পর এক রেকর্ড গড়া মুস্তাফিজুর রহমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও রেকর্ড গড়েন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট লাভের কৃতিত্ব গড়েন এই বাঁ-হাতি পেসার। অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিসের সঙ্গে যৌথভাবে এই রেকর্ড গড়েন বাংলাদেশি এই বিস্ময়-বালক।
এছাড়া আরেকটি বিশ্বরেকর্ড গড়েন মুস্তাফিজুর রহমান, ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে সর্বোচ্চ উইকেট লাভের একক মালিক এখন এই বাংলাদেশি পেসার। ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েন মুস্তাফিজ। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে ১১ উইকেট নিয়ে রায়ান হ্যারিস, ইমরান তাহির, রায়ান ভিটরি ও রাস্টি থেরন একই কাতারে ছিলেন। প্রথম দুই ওয়ানডেতে ১১ উইকেট নিয়ে সমান্তরালে থাকা মুস্তাফিজ বুধবার সেই রেকর্ডটি একার করে নেন।
২০১০ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৩ উইকেট (৫+৫+৩) লাভ করেছিলেন হ্যারিস। বুধবার সেই রেকর্ডে ভাগ বসান মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেট লাভ করার পর দ্বিতীয় ওয়ানডেতে আরো বিধ্বংসী রূপ দেখান মুস্তাফিজুর রহমান। এবার নেন ৬ উইকেট। তৃতীয় ম্যাচে ২টি উইকেট নিয়ে রেকর্ডবুকে নাম লেখান এই বিস্ময়-বালক।
ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে এমন এক রেকর্ড গড়েন যেখানে আর কারো প্রবেশ করার এখনো সৌভাগ্য হয়নি। ওয়ানডে অভিষেকের পর প্রথম দুই ম্যাচে রেকর্ড ১১ উইকেট নেন এই তরুণ পেসার।