নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। দলে ডাক পেয়েছেন পেসার শুভাশীষ রায়, অলরাউন্ডার শুভাগত হোম এবং স্পিনার তাইজুল ইসলাম।

দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার তানবীর হায়দার। এছাড়া ইনজুরির কারণে দলে নেই উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এছাড়া টি২০ স্কোয়াডে জায়গা পাননি মেহেদী হাসান মিরাজ।

আগামী ৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি২০তে নিউজিল্যান্ডের মুখোমখি হবে বাংলাদেশ। দ্বিতীয় টি২০ ৬ জানুয়ারি এবং শেষ টি২০ ম্যাচ ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম, শুভাগত হোম ও কাজী নুরুল হাসান সোহান।