মামুনুল ইসলাম ও সোহেল রানার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো বাফুফে। কালই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন দুই ফুটবলার।

জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় জানানো হয় নিষিদ্ধ অপর ফুটবলার জাহিদ ও ইয়াসিন আবেদন করলে তাদের ব্যপারেও বিবেচনা করা হবে।

শাস্তি কমানোর আবেদন, আনা হবে বিবেচনায়। নব নির্বাচিত কমিটির অধীনে নির্বাহী কমিটির প্রথম সভায়  আগ বাড়িয়ে এমন আশ্বাস দিয়েছিলেন কর্তারা। যার প্রেক্ষিতে শাস্তি কমানোর আবেদন করেছিলেন মামুনুল ইসলাম ও সোহেল রানা।

জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় তুলে নেয়া হলো মামুনুলের ১ বছরের আর সোহেল রানার ছয় মাসের নিষেধাজ্ঞা। তাই তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপ প্লে অফের স্কোয়াডে যোগ দিতে বাধা নেই দুই মিডফিল্ডারের।

কর্তাদের প্রত্যাশা এই ফুটবলারদের অন্তর্ভুক্তি শক্তিশালী করবে লোডভিকের স্কোয়াডকে। সাথে জানালেন   বাকি দুই নিষিদ্ধ ফুটবলার জাহিদ হোসেন ও ইয়াসিন আবেদন করলে সেটাও বিবেচনা করা হবে।

এদিকে শাস্তি মওকুফ হওয়ায় খুশি মামুনুল ইসলাম। জানালেন ৩ মাসের দুঃসহ স্মৃতি ভুলে পরিশ্রম করে আবারো ফিরবেন পুরনো রূপে।

এদিকে কোন ক্লাব সংশ্লিষ্ট কর্মকর্তাকে জাতীয় দলের ম্যানেজমেন্টে রাখার ব্যপারে দুটি ক্লাবের বিরোধীতা আমলে নেয়নি ব্যবস্থাপনা কমিটি। ফিফা কংগ্রেস  থেকে ফিরে সভাপতি কাজী সালাউদ্দিন নিবেন চুড়ান্ত সিদ্ধান্ত।