পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে যন্ত্রণাদয়ক হারের পর হোটেলে ফিরে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচের খবর জেনেছেন অনেকেই। ৫ উইকেট হাতে নিয়েও শেষ ওভারে ৭ রান করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করিয়ে দিলেন ক্রিকেটের চিরন্তন আপ্ত বাক্য, “ক্রিকেট খেলাটায় আসলেই যে কোনো কিছুই হতে পারে।”

অবশ্য যাবতীয় ক্রিকেটীয় অনিশ্চয়তাকে মাথায় রাখলেও প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে বাংলাদেশের হারটি অবাক করার মত। নবম উইকেটে টর্নেডোর গতিতে ৯৩ রান তুলে জয়ের ঘটনা আর কটি আছে ক্রিকেটে!

প্রস্তুতি ম্যাচ হলেও এমন হার দুঃস্বপ্নের। তবে সেই দুঃস্বপ্ন ভুলে যেতে চাইছে না বাংলাদেশ দল। রোববার সকালেই বার্মিংহাম ছেড়ে বাসে লন্ডনে রওনা হয়েছে দল। শহর ছেড়ে গেলেও এই ম্যাচকে সঙ্গে নিয়ে যেতে চান অধিনায়ক।

ম্যাচটি মানে ম্যাচের স্মৃতি, ম্যাচের শিক্ষা। প্রস্তুতি ম্যাচ মানেই শেখার সুযোগ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও বাংলাদেশকে দিয়েছে কঠিন এক শিক্ষা। ক্রিকেটে শেষের আগে শেষ বলে কিছু নেই।

ম্যাচ শেষে সংবদ সম্মেলনে ইমরুল কায়েস বলেছিলেন, তারা ধরেই নিয়েছিলেন ম্যাচ প্রায় জিতে গেছেন। অধিনায়কও বললেন একই কথা। শোনালেন নিজের ও দলের অন্যদের উপলব্ধির কথাও।