নেইমারবিহীন ব্রাজিল আনায়াসেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ওঠেছে।
রোববার (বাংলাদেশ সময় সোমবার সকালে) তারা ২-১ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। আগামী শনিবার তারা কোয়ার্টারে মোকাবিলা করবে প্যারাগুয়ের।
চার ম্যাচের জন্য নিষিদ্ধ নেইমারের অভাব বুঝতেই দেনটি ব্রাজিলের অন্য খেলোয়াড়রা। দুই অর্ধে দুটি গোল করে তারা সহজেই জয় তুলে নিয়েছে।
ব্রাজিলকে প্রথমার্ধে এগিয়ে নেন থিয়াগো সিলভা। রবিনহোর কাছ থেকে কর্নার পেয়ে তিনি ভলিতে গোল করেন। আর দ্বিতয়ার্ধে উইলিয়ানের ক্রসকে জালে ঢুকিয়ে দেন ফারমিনো। ভেনেজুয়েলার ফেডর একটি গোল পরিশোধ করেন।