স্মার্টফোন কি শুধু প্রযুক্তির উপকরণ? এটা তো এখন ফ্যাশন ও আভিজাত্যেরও অনুষঙ্গ। উন্নত ও আধুনিক প্রযুক্তির ছাড়াও স্মার্টফোনে রয়েছে অনেক কিছু।
যখন ফ্যাশন ডিজাইনাররা টেকনোলজির এসব বস্তুতে তাদের তুলির পরশ বোলাচ্ছেন, তখন এই স্মার্টফোনগুলোর দাম হয়ে যাচ্ছে কোটি টাকা। দারুণ সব ফিচার এবং দেখতেও স্টাইলিশ, ফোনগুলো হতে পারে আভিজাত্যের প্রতীক। এমনই আটটি ব্যয়বহুল স্মার্টফোনের কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ব্ল্যাক ডায়মন্ড আইফোন ৫: অ্যালাক্স ডটকমের ওয়েবসাইটের ভাষ্যে, এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্মার্টফোন। এটি কিনতে গেলে আপনাকে গুণতে হবে ১৫.৩ মিলিয়ন ডলার। এই ফোনটির ডিজাইন করেছে স্টুয়ার্ট হাগস। বিশ্বের বিভিন্ন ব্যয়বহুল ও অভিজাত পণ্য তৈরি করেছে এই নির্মাতা প্রতিষ্ঠানটি।
ব্ল্যাক ডায়মন্ড আইফোন মূলত আইফোন ৫ যেটি স্বর্ণ, রত্ন ও দামি ব্ল্যাক ডায়মন্ড দিয়ে মোড়ানো। আইফোন ৬এস কেও এভাবে ডিজাইন করে বাজারে আনার পরিকল্পনা করছে স্টুয়ার্ট হাগস। যার দাম পড়তে পারে ২৩ মিলিয়ন মার্কিন ডলার।
গোল্ডভিশ এক্লিপস: গোল্ডভিশ এক্লিপসের নতুন সিরিজের ফোন গত মে মাসে বাজারে এসেছে। হাতে বানানো স্মাটফোনটিতে চামড়া ও মেটালের কাজ রয়েছে। ফোনটিতে স্ক্র্যাচরোধী। গোল্ডভিশের এক্লিপসের ফোনের দাম শুরু হয় ৭ হাজার ৬৬৮ ডলার থেকে।
ভার্তু সিগনেচার টাচ ফর বেন্টলি: এর ফোনের দাম শুরু হয় নয় হাজার মার্কিন ডলার থেকে। আর শেষ হয় ১৯ হাজারেরও বেশি মার্কিন ডলারে। ক্রেতারা এই ফোন কেনার ক্ষেত্রে আটটি চামড়ার রং পছন্দ করতে পারেন। এছাড়া ১৬টি সেলাইয়ের সুবিধা আছে। এতে বেন্টলি অ্যাপ রয়েছে। এর ফলে ব্যবহারকারীরা বিশেষ বিশেষ কনটেন্ট ও ইভেন্টস ব্যবহারের সুবিধা পায়।
সিরিন সোলারাইন ক্রিস্টাল: চলতি বছরের শুরুতে ইসরাইলি স্টার্টআপ সিরিন ল্যাবস ‘সোলারাইন’ স্মার্টফোন বাজারে আনে, যেটি বিশ্বের ব্যয়বহুল স্মার্টফোনগুলোর মধ্যে একটি। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের সবেচেয় নিরাপদ অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এতে সামরিক-গ্রেডের এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ব্যবহারকারীর কল ও মেসেজ নিরাপদ রাখবে।
গ্রেসো রিগাল গোল্ড: নিখাদ স্বর্ণের বারের স্মার্টফোনটি রিগাল সিরিজের নতুন স্মার্টফোন। ফোনটির কেস স্বর্ণের পিভিডি কোটেড টিটানিয়ামের। এতে রয়েছে ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর। দাম শুরু ৬ হাজার ডলার থেকে।
টনিনো ল্যাম্বোরঘিনি ৮৮ তাউরি: বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যাম্বোঘিনির স্মার্টফোন এটি। এতে নয়টি বিভিন্ন রং রয়েছে। এছাড়া আছে রুপা ও স্বর্ণের গোল্ড প্লেট। ফোনটির স্ক্রিন ভাঙবে না ও স্ক্যাট পড়বে না। প্রতিষ্ঠানটি গাড়িতে যে কাঁচ ব্যবহার করা হয় সেটিই নাকি এখানে ব্যবহার করা হয়েছে। দাম ৫ হাজার ২৫০ ডলার।
মোবিয়াডো গ্রান্ড টাচ ইএম মার্বেল: নাম অনুযায়ী মোবাইলটি নাকি সাজানো হয়েছে পাথর দিয়ে। এর মেধ্য বার্ল, কোকোবোলো, ইবোনি ও গ্রানাইট রয়েছে। দাম তিন হাজার ১০০ ডলার।
গ্লোডজেনি আইফোন ৬এস এলিট: ফোনটির দাম শুরু তিন হাজার ৫৯৯ ডলার। আইফোন ৬এসের ২৪ ক্যারেটের গোল্ড প্লেটেড ভার্সন এটি।-টাইমস অব ইন্ডিয়া।