বিল গেটসকে পেছনে ফেলে বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষে স্থান পেলেন আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস
বিল গেটসকে পেছনে ফেলে বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষে স্থান পেলেন আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস

টেক জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষে স্থান পেলেন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ফোর্বস জানাচ্ছে, ই-কমার্সের ম্যাগনেট হিসেবে খ্যাত ৫৩ বছর বয়সী জেফ বেজোসের বর্তমান সম্পদের পরিমাণ ৯০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় সাত লাখ সাড়ে ৩১ হাজার কোটি টাকা। আর বিল গেটসের সম্পদের পরিমাণ ৯০ বিলিয়ন মার্কিন ডলার।

২২ বছর আগে জেফ বেজোসের হাত ধরে যাত্রা হয়েছিল অ্যামাজনের। শুরুতে অনলাইনে বই বিক্রি করত প্রতিষ্ঠানটি। সময়ের সঙ্গে সঙ্গে নানা খাতে ডালপালা ছড়িয়ে বিশাল অনলাইন ব্যবসায়ে পরিণত হয় অ্যামাজন। বর্তমানে অ্যামাজন ইনকরপোরেশন বিশ্বের শীর্ষস্থানীয় ই-কমার্স ও ক্লাউড কম্পিউটিং কোম্পানি হিসেবে সুপরিচিত। বেজোস অ্যামাজনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার হাত ধরেই কোম্পানিটি একদিকে যেমন গ্রাহকদের আস্থা অর্জন করেছে, তেমনি ঘরে তুলেছে শতকোটি ডলারের মুনাফা।

অ্যামাজনের যাত্রা শুরু হয়েছিল একেবারে সাদামাটাভাবে, বেজোসের বাসার গ্যারাজে। সেই অনলাইনের ব্যবসা এখন মহীরুহে পরিণত হয়েছে। পুঁজিবাজারে অ্যামাজনের শেয়ারের অব্যাহত দর বৃদ্ধি তাকে ধনীদের শীর্ষে তুলে এনেছে। গতকাল নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে আমাজনের শেয়ারের দাম প্রায় ১ শতাংশ বেড়ে যায়। তাতে কোম্পানিটির বাজারমূলধন প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ছাড়িয়ে যায়। এই কোম্পানির ১৭ শতাংশ শেয়ারের বেজোস। তবে বিশ্লেষকরা বলছেন, বেজোস তার শীর্ষ ধনীর তকমাটি কতদিন ধরে রাখতে পারবেন সেটি দেখার বিষয়। কারণ তার ভাগ্য অনেকটাই অ্যামাজনের শেয়ারের দামের উপর নির্ভর করবে। সিএনবিসি।