তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সফরকারী ভারতকে দুর্দান্ত প্রতাপে হারিয়ে বিশ্বক্রিকেটে প্রশংসার জোয়ারে ভাসছেন মাশরাফিরা। আর পাকিস্তানে বসে বাংলাদেশের এই জয়কে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন দেশটির সাবেক পেসার সরফরাজ আহমেদ।
পাকিস্তান যাতে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারে সেজন্য নাকি ধোনিরা বাংলাদেশের কাছে হেরে যান। পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন ‘দুনিয়া নিউজ’র ‘ইয়ে হ্যায় ক্রিকেট দিওয়াঙ্গি’ অনুষ্ঠানে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে সরফরাজ এই অভিযোগ করেন।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতের বিপক্ষে পাওয়া বাংলাদেশের জয় সম্পর্কে সরফরাজ আহমেদের মতামত জানতে চান অনুষ্ঠানটির উপস্থাপিকা। ক্রিকেটে বাংলাদেশের উন্নতি সম্পর্কে তার কাছে অভিমত জানতে চাওয়া হয়।
জবাবে সাবেক এই পাক পেসার বলেন, ‘না, না। এই হারের মধ্যে নিশ্চিত ষড়যন্ত্র রয়েছে। ভারত কখনো চায় না আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলি। এজন্য তারা ষড়যন্ত্রমূলকভাবে ম্যাচটি হেরে যায়।’
এমনকি বাংলাদেশ জয় ও ভারতের পরাজয়ের পেছনে মোদির সফরকেও টেনে আনেন এই সাবেক বোলার।
তিনি বলেন, ‘তাছাড়া কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। এই হারের পেছনে সেটিও ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ সফরে মোদি পাকিস্তানকে নিয়ে যেভাবে কথা বলেছেন তাতে করে বোঝা যায় ভারত চায় না যে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলুক। এজন্য তারা প্রথম ম্যাচে একটা প্লট তৈরি করে দিয়েছে।’
প্রসঙ্গত, তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথমটিতে জেতাং বাংলাদেশ ওয়ানডে র্যাংকিংয়ে আট থেকে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে। পাকিস্তান আপাতত র্যাংকিংয়ের নয়ে রয়েছে। চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে র্যাংকিংয়ের শীর্ষ আটে থাটা দল ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ৫ ম্যাচের দুটিতে জিতলেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়ে যাবে।