বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষই মানছেন বিরাট কোহলি

0
361

দীর্ঘ প্রায় সাড়ে ৫ বছর পর আবারও টেস্ট ফরম্যাটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। আগামীকাল ফতুল্লার ওই ম্যাচকে সামনে রেখে নিজের অভিমত ব্যক্ত করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষই মানছেন তার দল, বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ। প্রতিদিনই তারা উন্নতি করছে। অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ খেলে ভারত। ওই সিরিজে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইনজুরিতে থাকায় প্রথম ম্যাচটি নেতৃত্ব দেন কোহলি। এরপর দু’ম্যাচ ধোনি নেতৃত্ব দেয়ার পর সিরিজের চতুর্থ ও শেষ টেস্টেও অধিনায়কত্ব করেন কোহলি। কারণ, তৃতীয় ম্যাচের পরই টেস্ট থেকে অবসর নেন ধোনি।
তাই বাংলাদেশ সফরে পূর্ণাঙ্গ টেস্ট অধিনায়ক হিসেবেই এসেছেন কোহলি। বাংলাদেশ সফরের একমাত্র টেস্ট নিয়ে নিজের ভাবনাটাও জানিয়েছেন কোহলি, ‘বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ। প্রতিদিনই তারা উন্নতি করছে। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে তারা। দলে বেশ কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। তামিম-সাকিব-মুশফিকুর-মোমিনুল। এরা দলের প্রধান খেলোয়াড়। এদের নিয়েও আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে। আশা করছি আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো এবং নিজেদের সেরাটা ঢেলে দিবো।