বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে দেখছে দ. আফ্রিকা: নান্নু

0
373

আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্টের প্রস্তুতি আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। প্রস্তুতি শুরুর আগে জাতীয় নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মনে করছেন, বড় কোনও পরির্বতন আসবে না দলে। ভারতের বিপক্ষে অনন্য সিরিজ জয় করা অধিকাংশ খেলোয়াড়ই প্রোটিয়াসদের বিরুদ্ধে টাইগারদের স্কোয়াডে থাকবেন। বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন তিনি।

নান্নু বলেন, ‘আমার প্রত্যাশা বাংলাদেশ দল সেখান থেকেই শুরু করবে, যেখানে তারা শেষ করেছে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ‘‘অন অ্যান্ড অব দ্য ফিল্ড ডিসিপ্লিন’ চমৎকার ছিল। ক্রিকেটের পরিভাষায় ‘উইনিং কম্বিনেশন’ বলতে যা বোঝায়, তা ভাঙা ঠিক নয়। আমরা এর ব্যত্যয় ঘটাতে চাই না।’’

দক্ষিণ আফ্রিকার দল সম্পর্কে সাবেক এই জাতীয় অধিনায়ক বলেন, ‘দলটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং তারা পূর্ণশক্তির দল পাঠাচ্ছে। তিনটি ফরম্যাটের জন্যই তিন দল ঘোষণা করেছে ও তা অত্যন্ত শক্তিশালী। আমাদের কোনও কিছুতেই আত্মতুষ্টির কোনও সুযোগ নেই। বাংলাদেশ দলকে সেই কঠিন ক্রিকেটই খেলতে হবে, যে কঠিন ক্রিকেট পাকিস্তান ও ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলেছে।’

ভারতের সঙ্গে তুলনায় দক্ষিণ আফ্রিকার বোলিংকে এগিয়ে রেখে নান্নু বলেন, ‘আমার বিশ্বাস, ভারতের চেয়ে দক্ষিণ আফ্রিকার বোলিং বেশি শক্তিশালী। দলে রয়েছে ডেল স্টেইন, মরনে মরকেল, ইমরান তাহির ও নতুন কিছু প্রতিভাবান বোলার। সেই তুলনায় আমি বলতে পারি, বাংলাদেশের ব্যাটসম্যানদের মৌলিক দিকগুলো মনে রেখেই দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে মাঠে নামতে হবে। দক্ষিণ আফ্রিকান বোলিংয়ে রয়েছে নানামুখী বৈচিত্র্য। তাছাড়া এবি ডিভিলিয়ার্স, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিসকে নিয়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লাইন-আপ অত্যন্ত শক্তিশালী। আমার একটি পর্যবেক্ষণ হলো, দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন হয়তো বা স্পিনের বিরুদ্ধে কিছুটা দুর্বল। হোম গ্রাউন্ডে বাংলাদেশের সেটির সুবিধা নেওয়া উচিত।’

দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি দল মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে ঢাকায় নামবে। শেরে বাংলা স্টেডিয়ামে ৫ ও ৭ জুলাই দুটি টি-টোয়েন্টি খেলার আগে তারা একটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি খেলবে ফতুল্লায়। সেটি অনুষ্ঠিত হবে ৩ জুলাই।