হলিউড নায়িকা পামেলা অ্যান্ডারসন মানেই আঁটোসাটো পোশাক, লো-কাট টপ, ছোট স্কার্ট এবং হট প্যান্ট। খোলামেলা বিকিনি পোজ আর শরীরী আবেদনের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন সবসময়।
টিভি সিরিয়াল ‘বে ওয়াচে’ স্বল্পবসনে অভিনয় আর প্লে বয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজের নগ্ন উপস্থাপনায় আলোচনায় এসেছেন বারবার।
এবার সেই পামেলা অ্যান্ডারসনের বিনীত অনুরোধ, কেউ যেন আর পর্ন না দেখেন!
সম্প্রতি একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে পামেলা বলেন, পর্নোগ্রাফি হলো ‘পাবলিক হ্যাজার্ড’। প্রযুক্তির উন্নতির ফলে এর ছড়িয়ে পড়া নিয়েও চিন্তিত পামেলা।
তাই তার অনুরোধ, পর্নোগ্রাফি আসলে মানুষের এবং সমাজের পক্ষে খুব বিপজ্জনক। তাই নিজেদের মানসিকতার পরিবর্তনের পাশাপাশি পরবর্তী প্রজন্মের মাথায়ও এর নেতিবাচক দিক ঢুকিয়ে দিতে হবে।