Home Hot News Today দ্বিতীয় স্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

দ্বিতীয় স্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

0

বিশ্ব র‌্যাংকিং-এর অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে ব্যাট হাতে দুই ইনিংসে ৩৮ রান ও বল হাতে তিন ইনিংসে ৫ উইকেট শিকার করেন সাকিব।
পারফরমেন্স খুব বেশি ভালো না হওয়ায় র‌্যাংকিং-এর দ্বিতীয় স্থানে আছেন সাকিব। দ্বিতীয় স্থানে থেকেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করেছিলেন তিনি। র‌্যাংকিং অবস্থান পরিবর্তন না হলেও ১০ রেটিং বেড়েছে সাকিবের।
এদিকে চতুর্থস্থানে থেকে সিরিজ শুরু করা পাকিস্তানের হাফিজের অবণতি হয়েছে। পুরো সিরিজে ব্যাট হাতে ৮ রান ও বল হাতে উইকেট শুণ্য ছিলেন তিনি। তাই চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেছেন হাফিজ।

র‌্যাংকিং-এ শীর্ষ দশ অলরাউন্ডার :

১. তিলকরত্নে দিলশান (শ্রীলংকা) ৪০৪
২. সাকিব আল হাসান (বাংলাদেশ) ৩৯৮
৩. এ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলংকা) ৩৭৮
৪. জেমস ফকনার (অস্ট্রেলিয়া) ৩৬১
৫. মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) ৩৪৮
৬. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) ৩১৮
৭. শহিদ আফ্রিদি (পাকিস্তান) ৩১২
৮. রবীন্দ্র জাদেজা (ভারত) ২৯৮
৯. জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা) ২৬৭
১০. শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া) ২৬৬