এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন আইসিসি ও বিসিসি’র সাবেক সভাপতি এবং পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। সেই সঙ্গে তৃতীয় ওয়ানডেতেও এ সাফল্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আইসিসির এই সাবেক সভাপতি বাংলাদেশ ভারত সিরিজের দ্বিতীয় ম্যাচ সরাসরি মাঠে গিয়ে দেখেছেন।
বাংলাদেশ দলের এ সাফল্য সিরিজের অন্য ম্যাচগুলোতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ইনশাল্লাহ বাংলাদেশের এ সাফল্য আগামী ম্যাচেও অব্যাহত থাকবে।
মুস্তফা কামাল বলেন, ক্রিকেট বিশ্বে বাংলাদেশ এখন এক প্রতিষ্ঠিত শক্তি। এটা সম্ভব হয়েছে ক্রিকেটের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা।