দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ এবং প্রথম দুটি ওয়ানডেতে ব্যাট হাতে খুব একটা সফল ছিলেন না তামিম ইকবাল। তবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে ৬১ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন বাংলাদেশ দলের এ বাঁ হাতি ওপেনার। সে ধারবাহিকতায় চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসেও তামিমের ব্যাট থেকে বেরিয়ে এলো ৫৭ রানের দায়িত্বশীল একটি ইনিংস।

দক্ষিণ আফ্রিকার করা আগের দিনের ২৪৮ রানের জবাবটা বেশ ভালোই দিচ্ছে স্বাগতিক বাংলাদেশ। তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদের জোড়া ফিফটিতে বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় দিনটি দারুণ কেটেছে স্বাগতিকদের। ৬ উইকেট হাতে নিয়ে মাত্র ৬৯ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তামিমের প্রশাংসায় পঞ্চমুখ প্রোটিয়াদের বোলিংক কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট। অনেকদিন পর বুধবার সম্পূর্ণ টেস্ট মেজাজে ব্যাটিং করলেন তামিম ইকবাল। ১২৯ বল মোকাবেলায় মাত্র ৩টি বাউন্ডারির সাহায্যে করেন ৫৭ রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে ভীষণ সর্তক ছিলেন স্বাগতিকদের বাঁ হাতি এ ওপেনার।

প্রতিপক্ষ বোলারদের তামিম কোনোরকম সুযোগও দেননি বলে মনে করছেন প্রোটিয়াদের বোলিং কোচ। এ বিষয়ে ল্যাঙ্গাভেল্ট বলেন, ‘ভীষণ সর্তকতার সঙ্গে সে (তামিম) ব্যাটিং করেছে। যে কারণে আমাদের বোলারদের কোনরকম সুযোগ দেয়নি। দলের সেরা বোলারদের ব্যাবহার করেও প্রথম দিকে আমরা সফল হতে পারিনি। যে কারণে পরে অকেশনাল বোলর ব্যাবহার করতে বাধ্য হয়েছি। অথচ তামিমের মনোযোগে কোনোরকম বিচ্যুতি ঘটানো যায়নি।’

দক্ষিণ আফ্রিকার পেস অ্যাটাকের সেরা অস্ত্র ডেল স্টেইনকে ব্যবহার করেও তারা তামিমকে আউট করতে পারেনি। যদিও সেরা সেরা বোলাররা ব্যর্থ হওয়ায় পরে অকেশনাল বোলারদের দিয়ে বোলিং করে ওপেনিং জুটি ভাঙ্গলেও তামিমকে প্রথমে সাজঘরে পাঠাতে না পারায় ম্যাচটি বাংলাদেশের দিকে ৬০ ভাগ হেলে পড়েছে বলে মনে করছেন ল্যাঙ্গাভেল্ট।

এ বিষয়ে প্রোটিয়াদের বোলিং কোচ বলেন, ‘তামিম যেভাবে ব্যাটিং করেছে তা ছিল সত্যিই অসাধারণ। যদিও তাদের প্রথম সারির দুই ব্যাটসম্যানকে আউট করা গেলেও মাহমুদুল্লাহকে নিয়ে আরেকটি চমৎকার জুটি গড়েছেন তামিম। তাতে করে ম্যাচটিতে স্বাগতিকরা ৬০ ভাগ নিজেদের নিয়ন্ত্রনে নিয়েছে। তাছাড়া ওরা স্টেইনের বলেও ভীষণ সর্তকতার সঙ্গে ব্যাটিং করেছে।’

বাংলাদেশের দিকে ম্যাচটি হেলে পড়লেও এখন আশাবাদী দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট। টেস্ট ম্যাচ একটি সেশনেও পরিবর্তন হয়ে যেতে পারে। চট্টগ্রামে টেস্টের দ্বিতয়ি দিনে ডেল স্টেইন সাফল্য না পেলেও তৃতীয় পাবেন বলে আশাও রয়েছে তার।