TO GO WITH AFP STORY CHINA-ISLAM-EDUCATION-POLITICS,FEATURE BY BENJAMIN HAAS This picture taken on September 22, 2015 shows a Chinese flag beside a minaret at the Ningxia Islamic institute in Yinchuan, north China's Ningxia province. Every morning on his way to class at one of China's largest Islamic institutes, Wang Yue is reminded that the state comes before Allah. Emblazoned in gold etching on a white marble slab at the main entrance -- and repeated all over campus -- is the slogan: "Love the nation, love religion". AFP PHOTO/GOH CHAI HIN

দেশাত্মবোধ জাগাতে চীনের মসজিদগুলোতে তুলতে হবে জাতীয় পতাকা। রমজান মাস চলাকালীন এমন নির্দেশ জারি করেছে দেশটির শীর্ষ ইসলামী সংগঠন, ‘চায়না ইসলামিক অ্যাসোসিয়েশন’।

সরকার নিয়ন্ত্রিত সংগঠনটি জানিয়েছে, মসজিদের এমন জায়গায় পতাকা টাঙাতে হবে, যাতে তা বহু দূর থেকে স্পষ্ট দেখা যায়।

সংগঠনের বিবৃতি অনুযায়ী, মসজিদের মতো ধর্মীয়স্থানে পতাকা টাঙানো হলে জাতীয় ও সামাজিক আদর্শ আরও জোরালো ভাবে প্রকাশ পাবে। জাতীয়তাবোধের প্রচার ও প্রসার হবে। এই মর্মে একটি চিঠি প্রকাশিত হয়েছে সংগঠনের ওয়েবসাইটে। যেখানে বলা হয়েছে, কমিউনিস্ট পার্টির যে ‘মূল সমাজতান্ত্রিক মূল্যবোধ’, সে বিষয়েও মানুষকে বোঝাবে মসজিদগুলো। ইসলামী ধর্মশাস্ত্র অনুযায়ী তা ব্যাখ্যা করবে উপাসকদের কাছে। যাতে তা মানুষের মনে গেঁথে যায়।

ফেব্রুয়ারি থেকে চীনে ধর্মীয় আচার বিষয়ক সংশোধিত নির্দেশিকা জারি হয়েছে। আর তার পরেই এই চিঠি। গোটা চীনে প্রায় দশটি গোষ্ঠীর দুই কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন।

ইতিমধ্যেই বেশ কিছু প্রদেশ মানতে শুরু করেছে এই নির্দেশ। শুধু মসজিদ নয়, অনেক জায়গায় গির্জা ও বৌদ্ধ মন্দিরেও লাগানো হয়েছ জাতীয় পতাকা।