যতই পরিকল্পনা আর ষড়যন্ত্র করা হোক না কেন, বাংলাদেশ দলকে কিছুতেই দমিয়ে রাখা যাবে না। মাশরাফিরাই আইসিসি চ্যাপিম্পয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা রাখে বলে বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয়ের পর চট্টগ্রামের লাকি ভেন্যুতে মাশরাফিরা আরও ভালো পারফরম্যান্স করবে বলে আাশাবাদী বিসিবি সভপতি। সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ইফতার-পার্টির আয়োজন করে বিসিবি। ওই অনুষ্ঠানে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন বিসিবি সভাপতি।
বিশ্বকাপের পর থেকে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে পরপর দুটো ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল মাশরাফি বাহিনী। কিন্তু দক্ষিন আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজসহ প্রথম ওয়ানডেতেও খুব একটা আশা জাগানিয়া পারফরম্যান্স ছিল না টাইগারদের। প্রথম টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৪৮ রানে বেঁধে ফেলেও ব্যাটিং ব্যর্থতায় জিততে পারেনি মাশরাফিরা।
এরপর দ্বিতীয় টি২০ এবং ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তামিম-মুশফিকদের হাতাশাজনক পারফরম্যান্সে ভীষণ আপসেট হয়ে পড়েছিলেন বিসিবি সভপাতি নাজমুল হাসান পাপন। দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে বিসিবির টেকনিক্যাল কমিটি ও জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপরদিন মাঠের পারফরম্যান্সে প্রোটিয়াদের দ্বিতীয় ওয়ানডেতে দাঁড়াতেই দেয়নি মাশরাফিরা।
তাই নাজমুল হাসান পাপনের বিশ্বাস, চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার জন্য আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। কারণ একেতো চট্টগ্রাম ভেন্যু বাংলাদেশের জন্য লাকি গ্রাউন্ড, তার ওপর দ্বিতীয় ম্যাচে জয়ের আত্মবিশ্বাস। ঢাকাতে দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে যেভাবে ছেলেরা ওদের সব বিভাগে পর্যদস্তু করেছে। তাতে করে চট্টগ্রামে বাংলাদেশের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে বলে মনে করছেন বিসিবি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রাম বাংলাদেশের জন্য খুব লাকি গ্রাউন্ড। তাই আমি আশা করছি দক্ষিণ আফ্রিকার জন্য চট্টগ্রাম খুব সহজ হবে না। এখানে কাজটা তাদের জন্য আরও কঠিন হবে। বরং ওখানে আমাদের ছেলেরা আরও ভালো কিছু করবে। তারপর ইনজুরি কাটিয়ে মাহমুদুল্লাহ যেভাবে ফর্মে ফিরেছে তাতে করে আমি ওয়ানডে সিরিজ জয়ে আরও আশাবাদী হয়ে উঠছি। তাছাড়া এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে আর কোনো সংশয় না থাকায় মাশরাফিরা আরও ভালো পারপরম্যান্স করবে বলে আশা করি।’
পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর থেকে পুরো বাংলাদেশ দলের সামনে চলে আসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা প্রায় নিশ্চিত হয়ে যায় টাইগারদের। তবে, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের ষড়যন্ত্রের সিরিজ আয়োজনের তোড়জোড় দেখে বাংলাদেশের সামনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে নানা সমীকরণ সৃষ্টি হয়। কিন্তু দক্ষিন আফ্রিকাকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হারিয়ে সেই সমীকরণের হিসাব-নিকাশ নিমিষেই উড়িয়ে দিয়েছে মাশরাফিরা।
এসব বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশের সামনে নানা সময়ে অনেক সমীকরণ এসেছে। তবে বাংলাদেশ দল এমনিতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা রাখে। এমনকি তারা এ যোগ্যতা পূরণ করতেও সক্ষম হয়েছে। তাই এখন আমাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আর কোনো সমস্যা নেই।