বাংলাদেশ ও ভারতের প্রথম টেস্টের দুই দিন শেষ। আবহাওয়ার উপর নির্ভর করছে এ ম্যাচের ভাগ্য। বৃষ্টিবাধার কারণেই অপ্রত্যাশিত দিকে যাচ্ছে এই টেস্টের ভাগ্য। যিনি বিশ্বের সবচেয়ে দামী কোচ যাচ্ছেন দুই দেশের এই ম্যাচ নিয়ে তিনি এখন বেশ চিন্তায় মগ্ন।
এর আগে খবর প্রকাশিত হয় বিশ্বকাপ পর্যন্ত টিম ইন্ডিয়ার ডিরেক্টর কাম কোচের ভুমিকায় দেখা যাবে রবি শাস্ত্রীকে৷ সে খবর সত্যি হতে চলেছে৷ শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে দামী ক্রিকেট কোচ হতে চলেছেন এ সাবেক ক্রিকেটার। বোর্ড সুত্রের খবর, বাংলাদেশ সফর থেকে ফিরলেই ডিরেক্টরের তকমা ঝেড়ে ফেলে কোচ হতে চলেছেন শাস্ত্রী৷
আর এর জন্য ৬ কোটির বেশি বার্ষিক পারিশ্রমিক পেতে চলেচেন মুম্বইয়ের প্রাক্তন ব্যাটসম্যান৷ ক্রিকেটবিশ্বে শাস্ত্রীই হতে চলেছেন সবদেয়ে দামী কোচ৷ টিম ইন্ডিয়ার সর্বশেষ বিদেশী কোচ ডানকান ফ্লেচার পেতেন বছরে ৪.২ কোটি টাকা৷
শাস্ত্রী পেতে চলেছেন সম্ভবত বছরে ৬ কোটি ৪০ লক্ষ টাকা৷ দলের আশানুরূপ পারফরম্যান্স না-হওয়ায় বিশ্বকাপের পরই ফ্লেচারকে গুডবাই জানিয়ে দেয় বিসিসিআই৷ বাংলাদেশ সফরে ডিরেক্টর হিসেবে শাস্ত্রীই দল নিয়ে যায়৷
সফর শেষ করে ফিরলেই দীর্ঘ মেয়াদী ভিত্তিতে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে শাস্ত্রীর সঙ্গে চুক্তি সেরে ফেলবে জগমোহন ডালমিয়ার বোর্ড৷
ধারাভাষ্য হিসেবে বছরে প্রায় চার কোটি টাকার বেশি আয় করেন শাস্ত্রী৷ কিন্তু টিম ইন্ডিয়ার কোচের জন্য আরও আড়াই কোটি টাকা বেশি পেতে চলেছেন তিনি৷ বোর্ড সুত্রের খবর, আগামী বছর টি-২০ বিশ্বকাপ পর্যন্ত টিম ইন্ডিয়ার কোচের পদে চুক্তি হতে চলেছে শাস্ত্রীর সঙ্গে৷