Home আজকের গরম খবর কড়া নিরাপত্তার মধ্যে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

কড়া নিরাপত্তার মধ্যে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

0
কড়া নিরাপত্তার মধ্যে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। তালেবান জঙ্গিদের হামলার হুমকির মধ্যেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দেশজুড়ে মোতায়েন হয়েছে লাখো নিরাপত্তাকর্মী। ভোটকেন্দ্রগুলোতে জঙ্গিগোষ্ঠী তালেবানের হামলার আশঙ্কায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

স্থানীয় সময় শনিবার ভোর ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ভোটগ্রহণ চলবে বিকাল ৩টা পর্যন্ত। এই নির্বাচনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনি ও প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ’র মধ্যে।

২০১৪ সালে আফগানিস্তানে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনেও প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন আশরাফ গনি ও আব্দুল্লাহ আব্দুল্লাহ। সে সময় দুজনই পরস্পরের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছিলেন। এ কারণে অচলাবস্থা তৈরি হয়। দুই মাস পর আশরাফ গনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আর আব্দুল্লাহ আব্দুল্লাহ প্রধান নির্বাহীর পদ গ্রহণ করেন।

গত বুধবার রাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে হলে প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হয় একজন প্রার্থীকে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৯ অক্টোবর নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

সূত্র : বিবিসি, পার্সটুডে