বৃষ্টিবিঘ্নিত ডু অর ডাই ম্যাচে ইংলিশদের কাছে ৪০ রানে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে অসিরা।
একই সঙ্গে সেমিফাইনালে ওঠেছে বাংলাদেশ।
৪০.২ ওভারে ৪ উইকেটে ২৪০ রান থাকা অবস্তায় যখন বৃষ্টিতে খেলা বন্ধ হয়, তখন থেকেই টাইগার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস জানান দিতে থাকে।
কিছুক্ষণ পরে ইংল্যান্ডকে ডাকেওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪০ রানে বিজয়ী ঘোষণা করা হলে তা পূর্ণ মাত্রা পায়।
বিশ্বকাপের পর এটাই বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের সেমিফাইনালে ওঠা।
সেমিফাইনালে যাওয়ার রাস্তা আগেই অনেকটা মসৃণ করে রাখে নিউজিল্যান্ডকে হারিয়ে টাইগাররা।
বাংলাদেশ গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হওয়া দলের সঙ্গে সেমিফাইনালে মোকাবেলা করবে।