সৌদি আরবের ওষুধ প্রস্তুত প্রতিষ্ঠানগুলোতে প্রবাসীদের জয়জয়কারের কথা বারবার উঠে এসেছে। সৌদি আরবের নাগরিকদের দাবি, সে দেশের যারা এ ব্যাপারে স্নাতক সম্পন্ন করেছেন, তাদের যেন কাজে নেওয়া হয়।
তবে ওষুধ প্রস্তুতকারীরা বাইরের দেশের অভিজ্ঞ ব্যক্তিকে বাদ দিয়ে সৌদি আরবের নাগরিকদের নেওয়ার ক্ষেত্রে তেমন একটা আগ্রহী নন।
এক্ষেত্রে শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়কে দোষারোপ করছেন সে দেশের নাগরিকরা। সৌদি নাগরিকরা যে বেতনে কাজ করতে চান না কিংবা যতোটা সময় প্রতিষ্ঠানকে দিতে পারেন না, বাইরের দেশের নাগরিকরা তা দিতে পারছেন। সে কারণে প্রবাসীদের কাজে নেওয়ার প্রতি বেশি আগ্রহী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
বাইরের দেশের নাগরিকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে স্থান করে নিতে রীতিমতো হিমশীম খাচ্ছে সে দেশের স্নাতক সম্পন্নরা।
তবে অনেক বিষয়ে ছাড় দিতে গিয়ে অধিকার অনেকটাই খোয়াতে হচ্ছে প্রবাসীদের। যে কারণে প্রতিষ্ঠানের প্রথম পছন্দ প্রবাসীরা।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফার্মেসী থেকে সে দেশে প্রতিবছর অন্তত তিনহাজার ছাত্র স্নাতক সম্পন্ন করছে। অথচ তাদের চাকরি হচ্ছে না।