বিশ্বকাপ থেকে শুরু; এর পর থেকে দারুণ সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে অসাধারণ সময় কাটানোর পর এবার ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ বুধবার ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হচ্ছে মুশফিকুর রহিমদের। ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্টে বাংলাদেশ জয়ের জন্য খেলবে বলে জানান টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, আমরা জয়ের জন্য খেলব। এটাই প্রধান লক্ষ্য থাকবে। আমি মনে করি, আমাদের বোলিং বিভাগের ২০ উইকেট নেয়ার ক্ষমতা আছে। বোলাররা যে সুযোগগুলো এনে দেবেন, সেগুলো কাজে লাগানোর সঙ্গে ব্যাটিংয়ে ভালো করতে পারলে নিজেদের ভালো সম্ভাবনা দেখছেন মুশফিক। তিনি বলেন, আমাদের ব্যাটিংটা ভালো হতে হবে। ব্যাটসম্যানদের জন্য এই ম্যাচ অনেক চ্যালেঞ্জিং হবে।

টেস্টে সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো খেলেনি ভারত। শেষ সাত ম্যাচে কোনো জয় পায়নি দলটি। গত বছর জুলাইয়ে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট জয়ের স্বাদ পায় তারা। তার পরও অতিথি দলকে সমীহই করেন অধিনায়ক। মুশফিকুর রহিম বলেন, আমার মনে হয়, ভারতও শক্তিশালী দল। এই পর্যায়ে সিরিজে সম্ভাবনা সমান সমান।

ভারতের দুই অফস্পিনার হরভজন সিং ও রবিচন্দ্রন অশ্বিনকে প্রধান চ্যালেঞ্জ মনে হচ্ছে বাংলাদেশের অধিনায়কের। মুশফিক বলেন, তাদের দলে খুব ভালো দুজন স্পিনার আছে। তবে আমাদের ব্যাটসম্যানরা মাঠে ভালো খেললে দারুণ কিছু হবে বলে মনে করছি।

বাংলাদেশ দলের অধিনায়ক সাধারণত ছয় নম্বরে ব্যাটিং করলেও এবার তাকে চার নম্বরে দেখা যেতে পারে। মূলত মাহমুদুল্লাহর অনুপস্থিতিতে তাকে ওপরের দিকে ব্যাট করার সম্ভাবনা রয়েছে।

মহেন্দ্র সিং ধোনি চোটে পড়ায় টেস্টে নেতৃত্ব দিয়েছেন গত জানুয়ারির অস্ট্রেলিয়া সফরেও। তবে নিয়মিত অধিনায়ক হিসেবে কোহলির শুরুটা হচ্ছে ফতুল্লায় টেস্ট দিয়েই। এই সফর তাঁকেও দিচ্ছে রোমাঞ্চকর অভিজ্ঞতার হাতছানি।