জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, আগামী ১ আগস্ট থেকে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দিনে ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাতদিন চালু থাকবে। একই সময় থেকে বেনাপোল স্থল বন্দরের কার্যক্রমও ২৪ ঘণ্টা খোলা থাকবে। এতে আমদানি-রফতানি আরো গতিশীল হবে।
আজ শনিবার চট্টগ্রাম কাস্টমস হাউস ও চট্টগ্রাম বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
সার্বক্ষণিক কাস্টমস হাউসে আমদানি-রফতানি কার্যক্রম চালু থাকার ফলে বন্দর ব্যবহারকারীরা তিনটি সুবিধা পাবে উল্লেখ করে নজিবুর রহমান বলেন, বন্দর ব্যবহারকারীসহ সবাই তিন দিক থেকে উপকৃত হবেন। এর মধ্যে প্রথমত, বন্দর ব্যবহারকারীরা সার্বক্ষণিক সেবা পাবেন। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সবসময় সংযুক্ত থাকতে পারবেন। দ্বিতীয়ত, ১২ ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টা বন্দর চালু থাকলে পণ্য শুল্কায়নসহ সব ক্ষেত্রেই চাপ কমবে, দক্ষতা বাড়বে। তৃতীয়ত, সারা দেশের ট্রাফিক ব্যবস্থাপনায় একটি ইতিবাচক প্রভাব পড়বে। যেহেতু রাতে পণ্য খালাস হবে, তাতে জনগণের চলাচলে বাধা সৃষ্টি হবে না।
বন্দর সার্বক্ষণিক চালু রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় অংশীদার বন্দর কর্তৃপক্ষ একথা উল্লেখ করে তিনি বলেন, আমদানি-রফতানি পণ্য দ্রুত খালাসের স্বার্থে আমরা দ্বিপাক্ষিকভিত্তিতে সমন্বিতভাবে কাজ করছি। এর পাশাপাশি সরকারের অন্যান্য বিভাগ যেমন-লেনদেনের জন্য ব্যাংক ব্যবস্থা, পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএসটিআই, আনবিক শক্তি কমিশনের সার্বক্ষণিক উপস্থিতি প্রয়োজন। এসব অংশীদারদের নিয়ে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, ইতোমধ্যে চট্টগ্রাম কাস্টমস হাউস পরীক্ষামূলকভাবে সার্বক্ষণিক পণ্য শুল্কায়ন, পণ্য চালানের পরীক্ষণ ও খালাস কার্যক্রম শুরু করেছে। ১ আগস্ট থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওইদিন চট্টগ্রাম ও বেনাপোল বন্দরের ২৪ ঘণ্টা সেবা প্রদান কার্যক্রম উদ্ধোধন করবেন বলে আশা করা হচ্ছে। এনবিআর পিএসসি থেকে সম্প্রতি যে ৬০০ সহকারী রাজস্ব কর্মকর্তা পেয়েছে, এর অনেককেই এই দুই বন্দরে পদায়ন করা হবে বলে তিনি জানান