বিশ্বকাপের পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দারুন পারফর্ম করায় আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ। টাইগারদের অবস্থান এখন ৮ নম্বরে। ৭ থেকে একেবারে ৯ নম্বরে নেমে গেছে পাকিস্তান। আট নম্বর অবস্থানটি ধরে রাখতে পারলে আগামী ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
আইসিসির তথ্য মতে, ৮৮ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের ৮ নম্বরে অবস্থান বাংলাদেশের। সমান পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ৭ নম্বরে। ফলে বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ৭ নম্বরে উঠে আসার বড় একটা সুযোগও তৈরি হয়েছে।বাংলাদেশের ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের আগামী সেপ্টেম্বর পর্যন্ত কোনো ওয়ানডে শিডিউল নেই। অন্যদিকে নিজেদের মাঠে বাংলাদেশ আগামী জুনে ভারতের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। পরের মাসে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মাশরফির দল।