সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যাওয়ার পর বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ হারের লজ্জায় পড়তে হয়েছে। এবার ধোনির জন্য আরেকটি ধাক্কা। আইপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে তাঁর দল চেন্নাই সুপার কিংস। একই অপরাধে রাজস্থান রয়্যালসও দুই বছর নিষিদ্ধ হয়েছে।
২০০৮ সালে শুরু হওয়া ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের প্রথম আসরের শিরোপা উঠেছিল রাজস্থান রয়্যালসের ঘরে। আর ছয়বার ফাইনালে উঠে দুবার চ্যাম্পিয়ন হওয়া চেন্নাই সুপার কিংস আইপিএলের সবচেয়ে সফল দল। কিন্তু আগামী দুই বছর এই আকর্ষণীয় প্রতিযোগিতায় এ দুই দল অংশ নিতে পারবে না। ক্রিকেটভক্তদের জন্য যা নিঃসন্দেহে বড় ধাক্কা।
২০১৩ সালে আইপিএলের ষষ্ঠ আসর চলার সময় দুর্নীতি ও ম্যাচ পাতানো নিয়ে তোলপাড় পড়ে যায় ভারতে। প্রায় দুই বছর তদন্ত শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেছে ভারতের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি রাজেন্দ্র মাল লোধার নেতৃত্বাধীন প্যানেল।
ক্রিকেট-সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে চেন্নাই সুপার কিংসের মালিক গুরুনাথ মায়াপ্পনকে। মায়াপ্পন আইসিসি সভাপতি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি নারায়ণস্বামী শ্রীনিবাসনের জামাতা। একই শাস্তি পেয়েছেন রাজস্থান রয়্যালসের অন্যতম কর্ণধার ও বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রাও।
চেন্নাই ও রাজস্থানের সঙ্গে ধোনি, ব্রেন্ডন ম্যাককালাম, ফাফ ডু প্লেসি, সুরেশ রায়না, শেন ওয়াটসন, জেমস ফকনার, স্টিভেন স্মিথ, অজিঙ্কা রাহানের মতো তারকারা চুক্তিবদ্ধ। এ দুই দল আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
তবে এ নিয়ে ভাবতে রাজি নন সাবেক প্রধান বিচারপতি লোধা। রায় ঘোষণার পর তিনি বলেছেন, ‘এই দলগুলোর অনৈতিক কর্মকাণ্ড খেলোয়াড় ও প্রতিযোগিতার সঙ্গে জড়িত অন্যদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। আমরা খেলোয়াড় বা দলের আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনা করিনি। এটা গুরুত্বপূর্ণও নয়। খেলার বিশুদ্ধতাই সবচেয়ে বড় ব্যাপার।’
২০১৩ সালে আইপিএলে ম্যাচ পাতানো কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্ত, অজিত চান্ডিলা, অনিকেত চাভান, বাজিকর বিন্দু দারা সিং এবং মায়াপ্পনকে গ্রেফতার করেছিল পুলিশ।