আইপিএলে অবৈধ টাকার লেনদেন হয়েছিল গুঞ্জন উঠেছিল তা তথ্য প্রমাণের অভাবে কেউ কোনো টু-শব্দটি করেন না। তবে নড়েচড়ে বসার মতো তথ্য দিয়েছেন আইপিএলের সাবেক বিতর্কিত কমিশনার লোলিত মোদি। তিনি জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের তিনজন খেলোয়াড়কে ঘুষ দিয়েছেন ভারতের একজন রিয়াল এস্টেট টাইকুন। এ সংক্রান্ত একটি চিঠি তিনি টুইটারে প্রকাশ করেছেন।
ওই তিন ক্রিকেটার হলেন- চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না ও ডোয়াইন ব্রাভো। এদের মধ্যে প্রথম দু’জন ভারতীয় জাতীয় দলের নিয়মিত সদস্য। অন্যজন ওয়েস্ট ইন্ডিসের তারকা অলরাউন্ডার।
রবিবার ভারতীয় সংবাদ মাধ্যম আইবিএন লাইভ জানায়, টুইটারে শুক্রবার ললিত মোদিকে উদ্দেশ করে একটি চিঠি পোস্ট করেছেন জনৈক শ্যাম স্বামী। পরে চিঠিটি টুইট করেন তিনি। ২০১৩ সালে এই চিঠিটি তৎকালীন আইসিসি সিইও ডেভ রিচার্ডসনকে লিখেছিলেন মোদি। চিঠিতে তিনি লিখেন, আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা বিভাগকে কিছু তথ্য জানাতে চান।
এরপরই তিনি তিন ক্রিকেটারের নামে ঘুষ নেওয়ার অভিযোগ আনেন। তাদের ঘুষ দিয়েছিলেন রিয়েল এস্টেট টাইকুন বাবা দিভান। শুধু টাকাই নয়, তাদের ফ্ল্যাটও দেওয়া হয়েছিল।
তবে পুরনো এ নথি প্রকাশ সম্পর্কে শ্যাম স্বামীকে মোদি বলেন, এটা অত্যন্ত গোপনীয় নথি। এটা প্রকাশ করা ঠিক হয়নি।