বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে প্রথম ওয়ানডেতে মেলবোর্নের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তাই এবার মাশরাফি বাহিনীর সামনে সিরিজ জয়ের হাতছানি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে (১-০)তে এগিয়ে রয়েছে টাইগাররা। পাকিস্তানের পর ভারতের বিপক্ষেও ওয়ানডে সিরিজ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ।
আর তাই এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজে চোখ বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহের। তবে এ দুই দলের লড়াইয়ের মাঝে আবার চোখ রাঙাচ্ছে বৃষ্টিও। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকাল ৩টায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগুনে লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও গাজী টিভি।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিতর্ক আগের ম্যাচে কড়ায়-গণ্ডায় ভারতীয় দলকে বুঝিয়ে দিয়েছে টাইগার শিবির। তবে ঐ বির্তকের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে নতুন এক বির্তক। প্রথম ম্যাচের পর মাঠের বাইরে নতুন বিতর্ক শুরু হয়েছে মহেন্দ্র সিং ধোনি ও সদ্য অভিষেক হওয়া মুস্তাফিজুর রহমানকে নিয়ে।
অতিথি দলের ‘কুল’ ক্যাপ্টেন হিসেবে পরিচিত ধোনির প্রথম ম্যাচের আচরণ দেখে এখন অনেকেই অবাক হয়েছেন। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট বলেছেন, ইচ্ছা করেই ধোনি মুস্তাফিজকে ধাক্কা দিয়েছেন। তবে ভারতের অনেক সিনিয়র ক্রিকেটার ধোনির পক্ষেই কথা বলেছেন। অবশ্য প্রথম ম্যাচের নায়ক মুস্তাফিজের প্রশংসায় বুঁদ গোটা বাংলাদেশ।
বাংলাদেশ কোচ পেছনের ঘটনা নিয়ে কিছু ভাবছেন না। কোচের চিন্তা ম্যাচ নিয়ে। ভারতীয় এক সাংবাদিক জানালেন, আগামীকাল (রোববার) কি ফাইনাল? ধোনির ভারতের জন্য আসলেই তো ফাইনাল। এই ম্যাচ হারলেই সিরিজ হারাতে হবে এক ম্যাচ বাকি রেখেই। শেষ ম্যাচটা হয়ে যাবে তাই আনুষ্ঠানিকতা। বাংলাদেশ সর্বশেষ দুটি সিরিজে প্রথম ম্যাচ জেতার পর আর হারেনি, এমন রেকর্ড আশাই জাগাচ্ছে সমর্থকদের।
জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০, পাকিস্তানের বিপক্ষে ৩-০ ও ভারতের বিপক্ষে ১-০-তে এগিয়ে থেকে দেশের মাটিতে টানা ৯ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে ৭৯ রানে জয় পাওয়ার পরও বাংলাদেশের কোচ হাথুরুসিংহে জানিয়েছেন প্রথম দিনের খেলা নিয়ে তিনি মোটেও খুশি নন। এ বিষয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমি আগের ম্যাচের সব বিষয় নিয়ে খুশি নই। আমরা সব বিভাগে অনেক উন্নতি করেছি। পাকিস্তানের বিপক্ষে আমরা অনেক ভালো করেছি। আশা করছি পরের ম্যাচে ছেলেরা আরও ভালো করবে।’
প্রথম ম্যাচের নায়ক মুস্তাফিজুর রহমান হলে পার্শ্বনায়ক হচ্ছেন তাসকিন আহমেদ। শনিবার সকালে অনুশীলনের সময় এ দুই তরুণ পেসার দারুণ ফুরফুরে মেজাজে ছিলেন। অন্যদিকে ভারতীয় শিবিরে চিত্র ভিন্ন। দুপুরে কোহলি-ধাওয়ানরা যখন অনুশীলনে নামছেন ভারতীয় সমর্থকদের একমাত্র প্রতীক সুধীর কুমার গৌতম মন খারাপ করে ধোনিকে উদ্দেশ্যে করে বললেন, ‘একটা কিছু করো কুল ক্যাপ্টেন।’ কি আর্তি!
তবে তার পাশেই টাইগার সমর্থক শোয়েবের মুখে জয়ের হাসি-এ দু’জন যেন দু’দলের প্রতীকি রুপ। দুপুরে উইকেট দেখার পর বাংলাদেশের তিন নির্বাচক-ফারুক আহমেদ, মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মাশরাফি সবাই একটা লম্বা হাসি দিলেন।