দেশের সব ধরনের দর্শকদের কাছে আধুনিক, আন্তর্জাতিক মানের চলচ্চিত্র সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি দর্শককে সুস্থধারার চলচ্চিত্রের প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী মাসব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে কোমল পানীয় ব্র্যান্ড স্প্রাইট এবং চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
রবিবার থেকে সারাদেশে মাসব্যাপী দর্শকদের কাছে বিনা টিকেটে জাজ মাল্টিমিডিয়ার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। রবিবার দুপুর ১২টায় কুমিল্লার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে এই চলচ্চিত্র প্রদর্শনীর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ এবং স্প্রাইট কর্তৃপসহ আরো অনেকে।
কোকা-কোলা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শাদাব খান বলেন, ‘কোকা-কোলা পরিবারের অন্যতম কোমল পানীয় ব্র্যান্ড হলো স্প্রাইট। আমরা বিশ্বাস করি সুন্দরজীবনের জন্য স্বচ্ছ হওয়া প্রয়োজন। তাই সুস্থধারার চলচ্চিত্রকে স্বাগত জানাতেই আমরা এই আয়োজনের সাথে যুক্ত হয়েছি। আশাকরি এই ধরণের চলচ্চিত্রের প্রতি আগ্রহ সৃষ্টি করতে আমাদের-এ প্রচেষ্টা সফল হবে।’
ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান প্ল্যাকার্ড পাবলিসিটির নির্বাহী পরিচালক কামরুজ্জামান সাইফুল জানান দেশের বিভাগীয় শহরগুলোতে কলেজ এবং বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ডিজিটাল প্রজেকশন সিস্টেম এর মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করবে।
কুমিল্লাসহ চট্টগ্রামে একটানা ৩০ এপ্রিল পর্যন্ত এই প্রদর্শনী চলবে। তারপর পর্যায়ক্রমে আগামী ১ থেকে ৬ মে সিলেট, ৭ থেকে ১৪ মে খুলনা ও বরিশাল, ১৫ থেকে ২৩ মে রাজশাহী এবং সবশেষে ঢাকা বিভাগে এসে এই প্রদর্শনীর সমাপনী ঘোষণা করা হবে। আর আমাদের সংগে একাত্ম ঘোষণা করার জন্য স্প্রাইটকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।
মূলত দেশের চলচ্চিত্রপ্রেমী ছাত্রসমাজ এবং নতুন প্রজন্মের হলবিমূখ দর্শকদের মনে দেশীয় ও মান-সম্পন্ন চলচ্চিত্রের প্রতি উৎসাহ জোগানের জন্যই এই আয়োজন বলে জানালেন আয়োজকরা।