শেখ হাসিনা বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান
শেখ হাসিনা বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটির ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মিয়ানমার সরকারকে রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি ও ঢাকায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা প্রিতিয়াসমিয়ারসি সোয়েমারনোর সঙ্গে আলাদা বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা এ দেশের জন্য বোঝা—উল্লেখ করে তিনি বলেন, কেবল মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোকেই বাংলাদেশ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে গতকাল সকালে ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন, ‘আমরা মিয়ানমারের সংকট মোকাবেলায় সব রকম সহযোগিতা করব, কিন্তু তাদের উচিত সহিংসতা বন্ধ করা। ’ সমাধান প্রসঙ্গে দেশটির উদ্দেশে তিনি বলেন, ‘এটা সামরিকভাবে সমাধান করা যাবে না। রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করতে হবে। বর্ডার গার্ড-বিজিবি এবং নাসাকার (মিয়ানমারের সীমান্তরক্ষী) মধ্যে সহযোগিতা বাড়ুক, এটাই আমরা চাই।

প্রধানমন্ত্রী জোর গলায় বলেন, ‘প্রতিবেশী কোনো দেশে অস্থিতিশীলতা বা বিদ্রোহের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দেব না। বিদ্রোহ দমনে আমাদের বিজিবিও সহযোগিতা করতে পারে। ’ মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে উদ্বাস্তু হিসেবে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের বুঝতে হবে আমাদের সমস্যাগুলো। এত মানুষ আসা আমাদের জন্য বড় বোঝা। ’

এদিকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটির ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নীতি খুবই পরিষ্কার, প্রতিবেশী দেশগুলোতে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে কাউকে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। ’

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মানবিক বিবেচনায় মিয়ানমারের বিপুলসংখ্যক নাগরিককে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, এ ক্ষেত্রে ঢাকা যথাযথ পদক্ষেপ নিয়েছে।